E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care

For Advertisement

Mobile Version

নবীনগর দুই কিশোরকে কুপিয়ে জখম 

২০১৪ ডিসেম্বর ২০ ১৫:২৬:৩৮
নবীনগর দুই কিশোরকে কুপিয়ে জখম 

নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়া নবীনগর পৌর এলাকার পঞ্চবটি পাড়ায় শনিবার সকালে দুই কিশোরকে চাপাতি দিয়ে কুপিয়ে জখম করে সন্ত্রাসীরা।

জানা যায়, পৌর এলাকার আদালত পাড়ার আক্তার মিয়ার ছোট ছেলে হৃদয় (১৪)কে জিম্মি করে বড় ভাই নবীনগর পাইলট উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণীর ছাত্র অনন্ত (১৬)কে ডেকে নিয়ে সন্ত্রাসীরা দুই ভাইকে কুপিয়ে জখম করে পঞ্চবটি এলাকায় ফেলে যায়। পরে স্থানীয়রা আশংকাজনক অবস্থায় উদ্ধার করে নবীনগর সদর স্বাস্থ কমপ্লেক্সে নিয়ে গেলে, কর্তব্যরত চিকিৎসক ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে প্রেরণ করে।

এ ব্যাপারে কিশোরদের পিতা আক্তার মিয়া বলেন, পশ্চিম পাড়ার কাদের মিয়ার ছেলে সংগ্রামের নেতৃত্বে দুই তিন জন সন্ত্রাসী আমার দুই ছেলেকে কুপিয়ে জখম করে।

(এসএসজে/এএস/ডিসেম্বর ২০, ২০১৪)

পাঠকের মতামত:

১৪ জানুয়ারি ২০২৫

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test