E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

'সাংগঠনিক শক্তি বৃদ্ধি করে ষড়যন্ত্র মোকাবেলা করতে হবে'

২০১৪ ডিসেম্বর ২০ ২১:১৪:২৬
'সাংগঠনিক শক্তি বৃদ্ধি করে ষড়যন্ত্র মোকাবেলা করতে হবে'

বগুড়া প্রতিনিধি : বিরোধিদলীয় হুইপ ও বগুড়া সদর আসনের সংসদ সদস্য নূরুল ইসলাম ওমর বলেছেন, উন্নত দেশ গঠনের লক্ষ্যে জাতীয় পার্টিকে ক্ষমতায় নিয়ে যেতে হবে। সুখী সমৃদ্ধ রাষ্ট্র গঠনে প্রয়োজন অভিজ্ঞ রাষ্ট্রনায়ক। পল্লীবন্ধু এরশাদ দেশ পরিচালনায় সবচেয়ে অভিজ্ঞ নেতা। দীর্ঘ ৯ বছর সফলভাবে রাষ্ট্র পরিচালনা করেছেন তিনি। তাই আগামীতে  জাতীয় পার্টিকে ক্ষমতায় নিয়ে যেতে সংগঠন শক্তিশালী করতে হবে। তিনি বলেন, জাতীয় পার্টি সাংগঠনিক ভাবে এগিয়ে যাচ্ছে। বগুড়াতে জাপা আগের যেকোন সময়ের চেয়ে শক্তিশালী।

তাই জাপার অগ্রগতিতে ঈর্ষান্বিত হয়ে একটি মহল চক্রান্ত করছে। সাংগঠনিক শক্তি বৃদ্ধি করে ষড়যন্ত্র মোকাবেলা করতে হবে। তিনি নেতাকর্মীদের জনগনের বল্যানে কাজ করার মধ্য দিয়ে সংগঠন শক্তিশালী করার আহবান জানান। শনিবার বিকেলে বগুড়া শহরের মানিকচক বাজারে ১৯ নং ওয়ার্ড জাতীয় পার্টির কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে কথাগুলো বলেন। জাপানেতা মোমিনুর রহমানের সভাপতিত্বে এতে বিশেষ অতিথি ছিলেন বগুড়া শহর জাতীয় পার্টির সভাপতি আবু তাহের আকন্দ। বক্তব্য রাখেন আব্দুর রহমান চৌধুরী, সফিক খন্দকার, আজিজুল হক, চঞ্চল, কমল, মজনু মিয়া, এমারত পোদ্দার প্রমুখ। শেষে মোমিনুর রহমান কে সভাপতি, আজিজুল হক কে সাধারণ সম্পাদক এবং রবিউল ইসলাম কমলকে সাংগঠনিক সম্পাদক করে ৭১ সদস্য বিশিষ্ঠ ১৯ নং ওয়ার্ড জাতীয় পার্টির কমিটি ঘোষনা করা হয়।

(এএসবি/পি/ডিসেম্বর ২০, ২০১৪)

পাঠকের মতামত:

০৮ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test