E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

আখাউড়ায় প্রবাসীর বাড়িতে ডাকাতি

২০১৪ মে ০৫ ১২:৪৯:৩১
আখাউড়ায় প্রবাসীর বাড়িতে ডাকাতি

 

ব্রাহ্মণবাড়িয়াপ্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া পৌর এলাকার রাধানগরের হাজী মহল্লায় এক প্রবাসীর বাড়িতে ডাকাতি ঘটনা ঘটেছে। এসময় ডাকাতরা ২০ ভরি স্বর্ণালঙ্কারসহ বিভিন্ন মালামাল নিয়ে গেছে।

সোমবার ভোর পৌনে ৩টার দিকে ইতালি প্রবাসী জাকির হাসানের বাড়িতে এ ডাকাতির ঘটনা ঘটে।

জাকির হাসান জানান, ভোরের দিকে কমপক্ষে ১৫ জনের একদল ডাকাত তার বাড়ির কলাপসিবল গেট ভেঙে ঘরের ভেতরে ঢোকে। ঘরে ঢুকেই ডাকাতরা সবাইকে অস্ত্রের মুখে জিম্মি করে ২০ ভরি স্বর্ণালঙ্কার, তিনটি মোবাইল ফোন সেট, নগদ টাকাসহ অন্যান্য মালামাল নিয়ে পালিয়ে যায়।

আখাউড়া থানার উপ-পরিদর্শক (এসআই) মো.কাউছার বলেন, টহলরত অবস্থায় খবর পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়ে পাহারাদারসহ পাঁচজনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছি।

এ ব্যাপারে বাড়ির মালিককে থানায় লিখিত অভিযোগ দিতে বলা হয়েছে।

(ওএস/এইচআর/মে ০৫, ২০১৪)

পাঠকের মতামত:

২৯ এপ্রিল ২০২৫

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test