E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

শিরোনাম:

হোসেনপুরে কুকুরের কামড়ে ১১ গরুর মুত্যু !

২০১৪ ডিসেম্বর ২৩ ১৮:০৪:২৩
হোসেনপুরে কুকুরের কামড়ে ১১ গরুর মুত্যু !

কিশোরগঞ্জ প্রতিনিধি : কিশোরগঞ্জের হোসেনপুরে অজ্ঞাত পাগলা কুকুরের কামড়ে জলাতংক রোগে আক্রান্ত হয়ে ১১টি দেশী বিদেশী গরুর মৃত্যু হয়েছে। আক্রান্ত গরুর মধ্যে ১৫টি মৃত্যুর সাথে লড়ছে।

স্থানীয় সূত্র জানায়, গত ২ডিসেম্বর উপজেলার গোবিন্দপুর ইউনিয়নের আনুহা, কাপাসাটিয়া, লুলিকান্দি ও উত্তর মাধখলা গ্রামে অজ্ঞাত একটি পাগলা কুকুর ২৬টি দেশী বিদেশী গরুকে কামড় দেয়। আক্রান্ত গরুর মালিকরা জানান, হোসেনপুর উপজেলা প্রাণী সম্পদ বিভাগে যোগাযোগ করলে ঔষধ সরবরাহ না থাকায় তারা ফিরে আসেন। পরে হোসেনপুর নতুন বাজার জব্বার মেডিকেল হল থেকে খোলা বাজারের ৮শ’ পঞ্চাশ টাকা মূল্যের রেবিসন ভ্যাকসিন ক্রয়করে আক্রান্ত গরুর শরীরে পুশ করা হয়। ভ্যাকসিনের কোন কার্যকারিতা না হওয়ায় গত রবিবার থেকে মঙ্গলবার পর্যন্ত বিভিন্ন জাতের গর্ভবতীসহ ১১টি গরু মারা যায়। ক্ষতিগ্রস্ত পরিবার গুলো হলো-আনুহা গ্রামের শামছুউদ্দিনের স্ত্রী শেফালী একই গ্রামের শফিকুল ইসলাম ,হাসিম উদ্দিন, কাপাসাটিয়া গ্রামের মুক্তিযোদ্ধা নূর হোসেন, আব্দুল বারিক মাষ্টার, হাফিজ উদ্দিন ,শরফত আলী, উত্তর মাধখলা গ্রামের বিনদ বাবু, লুলিকান্দি গ্রামের জহিরুল ইসলাম সোনা মিয়া। দরিদ্র চাষী শরফত আলী জানান ,তার একমাত্র ৮ কেজি দুধের গাভীটি মারা যাওয়ায় সংসারে শোকের মাতম চলছে। গোয়াল শূন্য ক্ষতিগ্রস্ত চাষীরা জানান, একসাথে ১১টি গরু মৃত্যুতে আনুমানিক ৭লাখ টাকার ক্ষতি হয়েছে।

উপজেলা প্রাণী সম্পদ বিভাগের কর্মরত ভ্যাটেনারী ফিল্ড সুপারভাইজার মো: জসিম উদ্দিন জানান,সরকারি ভ্যাকসিন সরবরাহ বন্ধ থাকায় চাষীরা বাধ্য হয়ে খোলা বাজারের ভ্যাকসিন পুশ করেছে। ফলে ঔষধের কোন কার্যকারিতা নেই। এদিকে এলাকার ভূক্ত ভোগী গরুর মালিকরা বিষয়টি তদন্তের জন্য উর্ধ্বতন কর্তৃপক্ষের নিকট দাবি জানিয়েছেন।

(পিকেএস/এএস/ডিসেম্বর ২৩, ২০১৪)

পাঠকের মতামত:

০২ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test