E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

বগুড়ার গাবতলী পৌরসভার উপ-নির্বাচনে বিএনপিনেতা সাইফুল মেয়র নির্বাচিত

২০১৪ ডিসেম্বর ২৩ ২১:১০:৫৬
বগুড়ার গাবতলী পৌরসভার উপ-নির্বাচনে বিএনপিনেতা সাইফুল মেয়র নির্বাচিত

বগুড়া প্রতিনিধি : বগুড়ার গাবতলী পৌরসভার উপ-নির্বাচনের মেয়র পদে বিএনপির মনোনিত প্রার্থী সাইফুল ইসলাম মেয়র পদে এবং ৯ নং ওয়ার্ডে কাউন্সিলর পদে ছামছুল প্রাং নির্বাচিত হয়েছেন। মঙ্গলবার পৌরসভার মেয়র পদে উপ নির্বাচন ও ওয়ার্ডে কাউন্সিলর এর শূন্য পদে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। পূর্বের মেয়র মোরশেদ মিলটন এই পদটি ছেড়ে উপজেলা চেয়ারম্যান পদে নির্বাচন করায় এবং ৯ নং ওয়ার্ডের কাউন্সিলর আব্দুর রাজ্জাকের মৃত্যুর পর পদ দুটি শুন্য হয়ে যায়।

চলতি বছরে তফশিল ঘোষণা ও প্রচার প্রচারণা সমাপ্ত হওয়ার ২৬ জুন ভোটের একদিন পুর্বে সিমানা সংক্রান্ত আদালতের নির্দেশে ইতিপূর্বে মেয়র পদে নির্বাচন ২ বার বন্ধ হয়ে যায়। এই নির্বাচন ২৩ ডিসেম্বর পৌরসভা এলাকায় অনুষ্ঠিত হয়েছে। ব্যাপক উৎসাহ ও উদ্দিপনার মধ্যে ৭ হাজার ৩ শত ১৩ জন মহিলা ও ৭ হাজার ৪ শত ১৭ জন ভোটারের মধ্য ৮ হাজার ১ শত ৯৫ জন তাদের ভোটাধিকার প্রয়োগ করে। মেয়র পদে বিএনপি সমর্থিত সাবেক ছাত্রনেতা সাইফুল ইসলাম মাইক প্রতিকে পেয়েছেন ৬ হাজার ১ শত ৬৪ ভোট, আ’লীগ সমর্থিত পৌর আ’লীগের আহবায়ক আজিজার রহমান পাইকার। সাইফুল ইসলাম বিএনপি মনোনিত প্রার্থী ৬১৬৪ ভোট পেয়ে মেয়র পদে নির্বাচিত হয়েছেন। ৯ নং ওয়ার্ড কাউন্সিলর শুন্য পদে নির্বাচনে হরিন প্রতিকে ছামছুল প্রাং ৪৩২ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। ভোট চলাকালে ম্যাজিষ্ট্রেট, বিজিবি, পুলিশ, আর্মস ব্যাটালিয়ানসহ ব্যপক আইন শৃংখলা বাহিনী মোতায়েন করা হয়েছিল। উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রির্টানিং অফিসার মাজেদা ইয়াসমিন ও নির্বাচন অফিসার আবু সাঈদ এ তথ্য নিশ্চিত করেছেন। গাবতলী মডেল থানার ওসি রিয়াজ উদ্দিন আহমেদ জানান, সুষ্ঠ ও শান্তিপূর্ণ পরিবেশে গাবতলী পৌরসভার মেয়র ও কাউন্সিলর পদে উপ নির্বাচন অনুষ্টিত হয়েছে।

(এএসবি/পি/ডিসেম্বর ২৩, ২০১৪)

পাঠকের মতামত:

১৯ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test