E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

২ ঘণ্টা বিদ্যুৎবিহীন শাহ আমানত বিমানবন্দর

২০১৪ ডিসেম্বর ২৪ ১০:২৮:৩৯
২ ঘণ্টা বিদ্যুৎবিহীন শাহ আমানত বিমানবন্দর

চট্টগ্রাম প্রতিনিধি : ২ ঘণ্টা বিদ্যুৎ না থাকায় চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে ফ্লাইট বিপর্যয়ের ঘটনা ঘটেছে।

বুধবার সকাল সাড়ে ৬টা থেকে ৮টা ২০ মিনিট পর্যন্ত বিদ্যুৎ না থাকায় দুইটি ফ্লাইট বিপর্যয়ের মুখে পড়ে বলে বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে।

শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর ব্যবস্থাপক উইং কমান্ডার মেজর নূর-ই-আলম জানান, বুধবার সকাল সাড়ে ৬টার দিকে বিমানবন্দর পাওয়ার ডিস্ট্রিবিউশন প্যানেল হঠাৎ হ্যাং হয়ে যাওয়ায় ওই বিদ্যুৎ বিপর্যয় সৃষ্টি হয়।

ফলে ওমান থেকে যে ফ্লাইট সকাল সাড়ে ৮টায় অবতরণ করার কথা ছিল তা ১৩ মিনিট পর ৮টা ৪৩ মিনিটে অবতরণ করেছে। আর ইউএস বাংলার একটি ফ্লাইট ৮টা ৪৫মিনিটে বিমানবন্দর ছাড়ার কথা থাকলেও সিডিউল পরিবর্তন করে ৯টা ১৫মিনিটে করা হয়েছে। এছাড়া বিমানবন্দরের অন্য সব কর্মকাণ্ড স্বাভাবিক ছিল বলে জানিয়েছেন তিনি।

(ওএস/অ/ডিসেম্বর ২৪, ২০১৪)

পাঠকের মতামত:

১৯ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test