E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

বগুড়া বিসিক শিল্প মালিক সমিতির দ্বি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত

২০১৪ ডিসেম্বর ২৪ ২০:৫০:০৩
বগুড়া বিসিক শিল্প মালিক সমিতির দ্বি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত

বগুড়া প্রতিনিধি : বগুড়া বিসিক শিল্প মালিক সমিতির দ্বি-বার্ষিক নির্বাচনে বিপুল ভোটে আইনুল হক সোহেল সভাপতি ও বিনা প্রতিদ্বন্দ্বিতায় আজিজার রহমান মিলটন সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। বুধবার বিসিক শিল্প মালিক সমিতির কার্যালয়ে সকাল ৯ টা থেকে বিকেল ৫ টা পর্যন্ত ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়।

৭৭ জন ভোটারের মধ্যে ৬৯ জন তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। এতে সভাপতি পদে আইনুল হক সোহেল ৬৩ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার একমাত্র প্রতিদ্বন্দ্বি শাকিলা আক্তার কড়াই প্রতিকে পেয়েছেন ৬ ভোট। সমিতির ২৯ পদের মধ্যে ইতিপূর্বে সাধারন সম্পাদকসহ ১৪ জন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। গতকাল শুধু সভাপতি ও কার্যনির্বাহি সদস্য পদে ভোট গ্রহন অনুষ্ঠিত হয়। এতে টিউবয়েল প্রতিকে সর্বোচ্চ ৬৩ ভোট পেয়ে পূনরায় সভাপতি পদে আইনুল হক সোহেল নির্বাচিত হয়েছেন। কার্যনির্বাহি সদস্য পদে বিজয়ীরা হলেন গৌর গোপাল কুন্ডু, নাহিদ হাসান, আলিনুর ইসলাম, এমদাদ হোসেন, সাইদুর রহমান, আইয়বুর রহমান, আব্দুল আলীম আলী, তাজমিলুর রহমান তপু, আ: সোবাহান, মোস্তফা আলীমুর রাজীব, শফিকুল ইসলাম, হাসান আলী আলাল, এড. এমদাদুল হক ও মোস্তাক আহমেদ। এর আগে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিতরা হলেন সহ সভাপতি আব্দুল মালেক, হুমায়ন ইসলাম তুহিন, সাজ্জাদুর রহমান বিপু, সাধারণ সম্পাদক আজিজার রহমান মিলটন, সহ সাধারণ সম্পাদক সউদুল ইসলাম সউদ, সাব্বির হোসেন, মুজিবুল ইসলাম শামীম, কোষাধ্যক্ষ জাহাঙ্গীর আলম, সাংগঠনিক সম্পাদক বাচ্চু শেখ, ক্রীড়া সম্পাদক শহিদুল ইসলাম লাবলু, সাংস্কৃতি ও ধর্ম সম্পাদক এসএম নুরুল আলম, প্রচার সম্পাদক রেজাউল করিম রেজা, দপ্তর সম্পাদক আব্দুল জলিল ভুইয়া এবং শিল্প বিষয়ক সম্পাদক তালহা মোস্তাকিন। সন্ধায় ফলাফল ঘোষনা করেন নির্বাচন কমিশন। নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান ছিলেন মো: সবেদ আলী, সদস্য প্রদীপ কুমার রায় ও এড. রুবেল ইসলাম। নির্বাচন পরিচালনা কমিটির সদস্য এড. রুবেল ইসলাম জানান, সুষ্ঠভাবে উৎসবমূখর পরিবেশে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়েছে।

(এএসবি/পি/ডিসেম্বর ২৪, ২০১৪)

পাঠকের মতামত:

১৯ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test