E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

বগুড়ায় মহিলা বিষয়ক কর্মকর্তার হস্তক্ষেপে বাল্যবিবাহ বন্ধ

২০১৪ ডিসেম্বর ২৫ ১৮:৫৬:৪৮
বগুড়ায় মহিলা বিষয়ক কর্মকর্তার হস্তক্ষেপে বাল্যবিবাহ বন্ধ

বগুড়া প্রতিনিধি : বগুড়া পৌরসভাধিন ২নং ওয়ার্ডের দক্ষিণ বৃন্দাবন পাড়ায় জেলা মহিলা বিষয়ক কর্মকর্তার হস্তক্ষেপে বাল্যবিবাহ থেকে রক্ষা পেল সপ্তম শ্রেণির এক ছাত্রী। সংবাদ পেয়ে বৃহস্পতিবার বিকেল ৩ টায় বগুড়া জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মো: শহিদুল ইসলাম বগুড়া সদর থানা থেকে এস আই আসলাম হোসেনসহ একদল পুলিশ নিয়ে দক্ষিণ বৃন্দাবনপাড়ায় পৌছেন।

সেখানে গিয়ে জানতে পারেন পাশ্ববর্তি ২০ বছরের এক যুবকের সাথে ওই গ্রামের মালেকা বেগমের কন্যা মোছা: সুরভি খাতুন সোহাগীর (১৩) বিয়ে দেয়ার জন্য বর (পাত্র) ঠিক করে বিয়ের দিনক্ষণ বৃহস্পতিবার নির্ধারণ করেন। সে বগুড়ার শিববাটি হাসনা জাহান স্কুলের ৭ম শ্রেণির ছাত্রী। সেখানে পুলিশের উপস্থিতি টের পেয়ে বর পক্ষ হাজির হয়নি। বাল্যবিবাহের কুফল সম্পর্কে জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা শহিদুল ইসলাম উপস্থিত কনে পক্ষের লোকজনদের জানালে তারা, ১৮ বছর বয়স না হওয়া পর্যন্ত তাদের মেয়েকে বিবাহ দেবে না বলে মুচলেকা প্রদান করে ।

(এএসবি/এএস/ডিসেম্বর ২৫, ২০১৪)

পাঠকের মতামত:

১৯ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test