E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

নালিতাবাড়ীতে কলেজ অধ্যক্ষের অপসারণের দাবিতে মানববন্ধন

২০১৪ মে ০৫ ১৬:৪৯:২২
নালিতাবাড়ীতে কলেজ অধ্যক্ষের অপসারণের দাবিতে মানববন্ধন

শেরপুর প্রতিনিধি : শেরপুরের নালিতাবাড়ীর নাজমুল স্মৃতি বিশ্ববিদ্যালয় কলেজের অধ্যক্ষ শহীদুল ইসলামের অপসারণের দাবীতে মানববন্ধন র্কমসূচি পালন করেছে কলেজের ছাত্র-ছাত্রীরা। সোমবার দুপুর ১ টার দিকে কলেজের সামনের রাস্তায় শিক্ষার্থীদের আয়োজনে এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।

এসময় ‘আমার বোনের নিরাপত্তা কী?’ ‘কলেজে নারী নির্যাতন চলবে না চলবে না’, ‘অধ্যক্ষের রেস্টরুমে নারী কেন?’ ইত্যাদি লেখা সম্বলিত ফেস্টুন নিয়ে প্রায় দুই শতাধিক শিক্ষার্থী মানববন্ধনে অংশ নেয়। মানববন্ধন শেষে তারা অধ্যক্ষের অপসারণের দাবীতে শহরে বিক্ষোভ মিছিল করে।

এ সময় শিক্ষার্থীরা তাদের বক্তব্যে অধ্যক্ষের বিরুদ্ধে কলেজের একাডেমিক ভবনে রেস্টরুম বানিয়ে অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগ তুলে তার অপসারণ দাবী করে। পরে শিক্ষার্থীরা অধ্যক্ষ শহীদুল ইসলামের অপসারনসহ দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়ে উপজেলা নির্বাহি অফিসারের (ইউএনও) কার্যালয়ে যায়। সেখানে শিক্ষার্থীরা ইউএনও‘র মাধ্যমে কলেজ গভর্নিং বোর্ড (জিবি) সভাপতি বরাবর লিখিত অভিযোগ দেয়।

উল্লেখ্য, কলেজ অধ্যক্ষ শহীদুল ইসলামের বিরুদ্ধে অনৈতিক কর্মকান্ডের অভিযোগ এনে রবিবার সকালে নাজমুল স্মৃতি কলেজের শিক্ষার্থীরা ক্লাশ-পরীক্ষা বর্জন করে দুপুর সাড়ে ১২ ট র্পযন্ত সড়ক অবরোধ এবং একাডেমিক ভবনের দরজা জানালা ভাংচুর করে।

পরে পুলিশ ও স্থানীয় আওয়ামীলীগের নের্তৃবৃন্দ ঘটনাস্থলে গিয়ে ঘটনার সুষ্ঠ বিচারের আশ্বাস দিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে।

(এইচবি/জেএ/মে ০৫, ২০১৪)

পাঠকের মতামত:

২১ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test