E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

রামগঞ্জ উপজেলা ছাত্রদলের এখতিয়ার বর্হিভূত

২০১৪ ডিসেম্বর ২৭ ২০:০৬:৫৩
রামগঞ্জ উপজেলা ছাত্রদলের এখতিয়ার বর্হিভূত

রামগঞ্জ (লক্ষ্মীপুর) প্রতিনিধি : রামগঞ্জ সরকারি কলেজ শাখা ছাত্রদলের কমিটি বিলুপ্ত করা বা জেলা কমিটির অনুমোদন ছাড়া নতুন করে আহবায়ক কমিটিকে পরিচয় করিয়ে দেয়া রামগঞ্জ উপজেলা ছাত্রদলের এখতিয়ার বর্হিভূত বলে জানিয়েছেন লক্ষ্মীপুর জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মাহবুব আলম মামুন। শুক্রবার রামগঞ্জ শহরের নূর প্লাজা মার্কেটের একটি ব্যবসা প্রতিষ্ঠানে বসে উপজেলা ছাত্রদলের সভাপতি আতিকুর রহমান রিপন ও উপজেলা বিএনপির সাধারন সম্পাদক মাহাবুবুর রহমান বাহার রামগঞ্জ সরকারি কলেজ শাখার ছাত্রদলের কমিটির নতুন আহবায়ক কমিটিকে পরিচয় করিয়ে দেন।

উপজেলা ছাত্রদলের সভাপতি আতিকুর রহমান রিপন জানান, কলেজ শাখা ছাত্রদলের সাবেক সভাপতি বিল্লাল হোসেন বাবু মাদকগ্রহণ ও বিক্রির অভিযোগে কয়েকবার গ্রেফতার হওয়ায় বেশ কয়েক বছর আগেই দল থেকে বহিস্কৃত হয়েছেন। তাছাড়া একটি কমিটির মেয়াদ ২ বছর আগেই শেষ হয়েছে। বতর্মানে সে ছাত্রদলের কোন নেতৃত্বে নেই। ছাত্রদল একটি নেশামুক্ত দল। এখানে নেশাখোরের ঠাই নেই।

এদিকে জেলা ছাত্রদলের সভাপতি সভাপতি মো. হারুনুর রশিদ ও সাধারণ সম্পাদক মাহবুব আলম মামুন স্বাক্ষরিত ৩১ সদস্য বিশিষ্ট রামগঞ্জ সরকারী কলেজ শাখা ছাত্রদলের একটি কার্যকরি কমিটির তালিকা সাংবাদিকের কাছে দিয়েছেন উক্ত কমিটির সাধারন সম্পাদক মো. মাসুদ পাটওয়ারী।

উক্ত কমিটিতে সভাপতির নামের স্থানে রয়েছে বিল্লাল হোসেন বাবুর নাম। এ সময় তিনি সাংবাদিকদের জানান, সভাপতি যদি কোন অসামাজিক কার্যকলাপের সাথে জড়িত হয় তাহলে প্রমান সাপেক্ষে জেলা কমিটির সাথে যোগাযোগ করে উক্ত কমিটির সভাপতির বিরুদ্ধে শোকজ করে ব্যবস্থা নিবেন জেলা কমিটির নেতৃবৃন্ধ। অথছ পুরো কমিটি বাতিল ঘোষণা করে নতুন কমিটির আহবায়কদের পরিচয় করিয়ে দেয়া ষড়যন্ত্র মাত্র।

তাছাড়া সরকার বিরোধী আন্দোলনকে স্তিমিত করতে একটি মহল একই এলাকার উপজেলা সভাপতি, কলেজ শাখার ছাত্রদলের আহবায়ক, যুগ্ন আহবায়কসহ বেশ কয়েকটি পদে তাদেরকে পরিচয় করিয়ে দেয়াটাও রহস্যজনক।

জেলা ছাত্রদলের সভাপতি হারুন অর রশিদ জানান, আমরা একই কলেজে দুই কমিটি ঘোষণা করলে তা সংগঠনের গঠনতন্ত্র পরিপন্থি। প্রয়োজনে আমরা উভয় নেতৃবৃন্দদের সাথে আলোচনা করে সমঝোতা করে দিব। এখন সরকার বিরোধী আন্দোলনটাই বড়, কোন কমিটি নয়।

সাধারণ সম্পাদক মাহবুব আলম মামুন জানান, দলের স্বার্থে আমরা যে-কোন ত্যাগ বিসর্জন দিতে প্রস্তুত। ছাত্রদলের কমিটি বিলুপ্ত করা বা জেলা কমিটির অনুমোদন ছাড়া নতুন করে আহবায়ক কমিটিকে পরিচয় করিয়ে দেয়া রামগঞ্জ উপজেলা ছাত্রদলের এখতিয়ার বর্হিভূতও বলে জানান তিনি।

এদিকে কলেজ শাখা ছাত্রদলের নতুন কমিটির আহবায়ক এমরান হোসেন রাছেল, কামাল উদ্দিন রায়হান, জহির উদ্দিন ঈমন জানান, পূর্বের কমিটির মেয়াদ শেষসহ বিল্লাল হোসেন বাবু মাদক সেবন ও বিক্রির দায়ে গত ৬ মাসে দুই বার গ্রেফতার হয়েছেন। সাবেক সাংসদ নাজিম উদ্দিনের ঘোষণা দিয়েছেন, যারা দলের ভিতরে বিভেদ সৃষ্টি করতে চায় তাদেরকে দল থেকে বহিস্কার করা হবে। মাদকাসক্ত কাউকে দলে রাখা হবে না।

(এএইচপি/এটিআর/ডিসেম্বর ২৭, ২০১৪)

পাঠকের মতামত:

১২ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test