E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

দৌলতপুরে কৃষক নয় গম দিচ্ছেন এমপি'র স্বজনরা!

২০১৪ মে ০৫ ১৯:৩৪:২৪
দৌলতপুরে কৃষক নয় গম দিচ্ছেন এমপি'র স্বজনরা!

কুষ্টিয়া প্রতিনিধি : কুষ্টিয়ার দৌলতপুর উপজেলায় কৃষকের কাছ থেকে গম সংগ্রহ অভিযান শুরু হয়েছে।
তবে, কৃষকের কাছ থেকে কোন গম কেনা হয়নি। স্থানীয় সংসদ সদস্যের ভাই ও ভাইয়ের জামাই এবং তাদের স্বজনদের মাধ্যমে কেনা হচ্ছে গম। সম্প্রতি দৌলতপুরের বিভিন্ন উন্নয়ন প্রকল্প পরিদর্শনে এসে জেলা প্রশাসক সৈয়দ বেলাল হোসেন ব্যবসায়ীদের নিকট থেকে গম না কেনার জন্য কঠোর ভাবে নির্দেশ দিলেও তা মানা হচ্ছেনা।

উপজেলা খাদ্য গুদাম সুত্রে জানা যায়, ২৩ এপ্রিল আনুষ্ঠানিক ভাবে কৃষকদের কাছ থেকে গম সংগ্রহ অভিযান উদ্বোধন করা হলেও এরপর ৫ মে পর্যন্ত কোন গম কেনা হয়নি।

উপজেলা কৃষি অফিস সুত্রে জানা গেছে, চলতি মৌসুমে ৫৩৪.৫১ হেক্টর জমিতে গমের আবাদ হয় এবং ২১৩৪ মেট্রিক টন গম উৎপাদন হয়। চলতি মৌসুমে সরকারীভাবে উপজেলা খাদ্যগুদামে ৪ কোটি ২০ লক্ষ ৩৯ হাজার টাকার ১৫৫৭ মেট্রিক টন গম সরাসরি কৃষকের কাছ থেকে কেনার সরকারী নির্দেশনা থাকলেও দৌলতপুর আসনের সংসদ সদস্যের ভাই মুকুল চৌধুরী ও তার ভাইয়ের জামাই তারেকসহ তাদের স্বজনরা ক্ষমতার দাপট দেখিয়ে খাদ্য গুদামে গম সরবরাহ করছে।

উপজেলা খাদ্য কর্মকর্তার অফিস সুত্রে জানা গেছে, সোমবার বেলা ৫ টা পর্যন্ত প্রায় ১'শ মেট্রিক টন গম কেনা হয়েছে। স্থানীয়রা জানায়, সংসদ সদস্যের ভাইয়ের জামাই ভেড়ামারা উপজেলার বাসিন্দা খাদ্যশষ্য ব্যবসায়ী তারেক কর্তৃপক্ষের উপর চাপ সৃষ্টি করে তার গম নিতে বাধ্য করেছে।
এ ব্যাপারে উপজেলা গম ক্রয় কমিটির আহবায়ক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মোকতার হোসেনের সাথে কথা বলার চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি।
কুষ্টিয়ার জেলা প্রশাসক সৈয়দ বেলাল হোসেন জানান, সরকারী নীতিমালা অনুযায়ী উপজেলা কৃষি কর্মকর্তা প্রত্যয়ন করলেই কেবল তার গম কেনা হবে। যদি এর ব্যত্যয় ঘটে যারাই এর সাথে জড়িত থাকুক তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।

(কেকে/অ/মে ০৫, ২০১৪)

পাঠকের মতামত:

০৯ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test