E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

আড়াইহাজারে ২ পক্ষের সংঘর্ষে আহত ২০

২০১৪ ডিসেম্বর ২৯ ১৯:১২:৫৩
আড়াইহাজারে ২ পক্ষের সংঘর্ষে আহত ২০

আড়াইহাজার (নারায়ণগঞ্জ) প্রতিনিধি : মাছ ধরার জায়গা দখলকে কেন্দ্র নারায়ণগঞ্জের আড়াইহাজারে ২ পক্ষ্মের সংঘর্ষে নারীসহ আহত হয়েছে অন্তত ২০ জন। সংঘর্ষের পর প্রতিপক্ষের বাড়িঘর ভাংচুরের ঘটনা ঘটে।

খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ আনে।

আহতদের মধ্যে- আ. হালিম, সামছুল হক, শাহনাজ, জুয়েল, আরিফ, আফাজউদ্দিন, আবুল হোসেন, মাঈনউদ্দিন, কাউছার, জামাল, বোরহানউদ্দিনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

আশঙ্কাজনক অবস্থায় জাকির হোসেন, ইয়াছিন ও আ. লতিফকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। আর বাকিদের প্রাথমিক চিকিৎসা দেয়ে ছেড়ে দেয়া হয়েছে। সোমবার সকাল ১০ টায় উপজেলার বিশনন্দী ইউনিয়নের দয়াকান্দা গ্রামে আব্দুল লতিফ ও সেরাজউদ্দিনের পরিবারের মধ্যে এই সংঘর্ষের ঘটনা ঘটে।

স্থানীয়রা জানায়, রবিবার রাতে দয়াকান্দা এলাকার পাশের একটি ছোট নদীতে আ. লতিফ চারিদিকে ঘের দিয়ে মাছ ধরতে যায়।

এ সময় প্রতিবেশী সেরাজ উদ্দিন তাকে বাঁধা দেয়। সেখানে তাদের মধ্যে দস্তাদস্তির ঘটনা ঘটে। পরে সোমবার সকালে আ. লতিফের পক্ষের একজনকে সেরাজ উদ্দিনের লোকজন সড়কে পেয়ে বেধরক পিটুনী দেয়।

এর জের ধরে সকাল ১০ টায় দা, টেটা, বল্লমসহ দেশীয় অস্ত্রেসজ্জে সজ্জিত হয়ে উভয় পক্ষ সংঘর্ষে লিপ্ত হয়। এতে অন্তত নারীসহ ২০ জন আহত হয়।

এ সময় প্রতিপক্ষরা আ. লতিফ, সাত্তার ও আ. রহমান মিয়ার বাড়িঘর ভাঙচুর করে। দীর্ঘসময় একে অন্যকে ইটপাটকেল নিক্ষেপ করতে। খবর পেয়ে দুপুরে থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ আনে।

আড়াইহাজার থানার উপ-পরিদর্শন তানভীর আহমেদ ঘটনাস্থল থেকে জানান, ছোট নদীতে ঘের দিয়ে মাছ ধরাকে কেন্দ্র করে সংঘর্ষের সূত্রপাত। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে।

(ইএ/এটিআর/ডিসেম্বর ২৯, ২০১৪)

পাঠকের মতামত:

১০ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test