E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

সিরাজগঞ্জে দেশের বৃহৎ ধর্মীয় মহাসমাবেশ শুরু

২০১৫ জানুয়ারি ০২ ১৪:১২:৫১
সিরাজগঞ্জে দেশের বৃহৎ ধর্মীয় মহাসমাবেশ শুরু

সিরাজগঞ্জ প্রতিনিধি : উপমহাদেশের প্রখ্যাত ধর্মীয় নেতা, ওলিয়ে-কামেল সিরাজগঞ্জের হযরত শাহ্ সুফি খাজা বাবা ইউনুছ আলী এনায়েতপুরী (র.)-এর ২০১৫ সালের বাৎসরিক ওরশ আজ শুক্রবার থেকে ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্যে দিয়ে শুরু হয়েছে। সকাল ৯টায় আরবীতে আল্লাহ আকবার লেখা লাল ঝান্ডা (পতাকা) উঠানোর মধ্যে দিয়ে আনুষ্ঠানিক ভাবে ওরশ শরীফের যাত্রা শুরু হয়।

ঐতিহ্যের শততম এই বাৎসরিক ওরশ উপলক্ষে গত ৩ মাস আগে থেকে নেয়া সব রকম প্রস্তুতি শেষ। দুদিন আগে থেকেই সাড়া দেশের প্রতিটি জেলা-উপজেলা, ইউনিয়ন এবং ভারতের আসাম থেকে আসতে শুরু করেছে জাকের ভাই-বোন।

দেশের এযাবৎকালের বৃহৎ ধর্মীয় এই মহাসমাবেশ সফল করতে জেলা প্রশাসন এবং দরবার শরীফ কর্তৃপক্ষ আগত জাকের এবং সকল অতিথিদের থাকা-খাওয়া ও ওজু গোসলের জন্য বিশেষ ব্যবস্থা গ্রহন করেছে। বর্তমানে জিগির-আজগার, গজল ও বয়ানে মুখরিত হয়ে উঠেছে পুরো এনায়েতপুর থানা। অনুষ্ঠান নির্বিঘ্ন করতে ৬টি ক্লোজ সার্কিট ক্যামেরা বসানোসহ আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রনে ৬ শতাধিক পুলিশ, র‌্যাব ও দরবারের নিজস্ব মোজাদেদ্দিয়া আনছার নিয়োজিত রয়েছে। শীতের তীব্রতা কমে যাবার পাশাপাশি শত বছর উদযাপনের জন্য এবার এই ওরশ শরীফে রেকর্ড সংখ্যক প্রায় ১৫ লক্ষাধিক ভক্তবৃন্দের আগমন ঘটবে বলে দরবার শরীফ কর্তৃপক্ষের আলহাজ্ব হাসদুল হক, মুরাদ খান ও মাহফুজুর রহমান বাবুল জানিয়েছেন।

আগামী রবিবার ৪ জানুয়ারি আখেরী মোনাজাতে দরবার শরীফের বর্তমান গদ্দিনিশীন হুজুর পাক হযরত খাজা কামাল উদ্দিন নুহু মিয়ার আখেরী মোনাজাত পরিচালনার মাধ্যমে বিশ্ব মানবতার মঙ্গল কামনা করে এই ধর্মীয় মহাসমাবেশের সমাপ্তি ঘটবে।

(এসএস/এএস/জানুয়ারি ০২, ২০১৫)

পাঠকের মতামত:

১৯ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test