E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

বগুড়ায় ১৪৪ ধারা

২০১৫ জানুয়ারি ০৪ ১১:৫৯:৫৯
বগুড়ায় ১৪৪ ধারা

বগুড়া প্রতিনিধি : বগুড়ায় একই স্থানে আওয়ামী লীগ-বিএনপি সমাবেশ ডাকায় ১৪৪ ধারা জারি করেছেন জেলা প্রশাসন।

বগুড়া অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. খোরশেদ আলম জানান, আলতাফুন্নেছা খেলার মাঠ ও এর আশপাশ এলাকায় সকল প্রকার জনসমাবেশ মুক্ত রাখতে সোমবার ভোর ৬টা থেকে পরবর্তী নিদের্শ না দেওয়া পর্যন্ত ১৪৪ ধারা জারি করা হয়েছে। এ কারণে সকাল থেকে শহরের মধ্যে মাইকিং করছে জেলা ও পুলিশ প্রশাসন। ওই মাঠ ও এর আশপাশ এলাকায় সব ধরনের জনসমাবেশ থেকে বিরত থাকার জন্য বলা হচ্ছে।

বগুড়া জেলা পুলিশ সুপার (এসপি) মো. মোজাম্মেল হক পিপিএম জানান, খেলার মাঠ ও এর আশপাশ এলাকায় ১৪৪ ধারা জারি করা হয়েছে। আলতাফুন্নেছা খেলার মাঠ এলাকা ও আশপাশ এলাকায় অতিরিক্ত পুলিশ সদস্য মোতায়েন করা হবে ও এর পাশাপাশি পুরো শহর জুড়ে কঠোর নিরাপত্তার ব্যবস্থা নেওয়া হবে।

৫ জানুয়ারিকে সামনে রেখে বগুড়া জেলা বিএনপি ও বগুড়া পৌর আওয়ামী লীগ মুখোমুখি দাঁড়িয়েছে। এদিন আলতাফুন্নেছা খেলার মাঠে দুই দলই কর্মসূচি পালন করার ঘোষণা দিয়েছে। ‘গণতন্ত্র হত্যা দিবস’ নিয়ে বিএনপি ও ‘গণতন্ত্র রক্ষা দিবস’ নিয়ে আওয়ামী লীগ এর কর্মসূচি পালন নিয়ে জেলা শহরে দুই দল মুখোমুখি হওয়ায় উত্তেজনা বিরাজ করছে। আর এমন পরিস্থিতি নিয়ে শহরের জনসাধারণ আতংকিত হয়ে পড়ছে।

(ওএস/এইচআর/জানুয়ারি ০৪, ২০১৫)

পাঠকের মতামত:

১৯ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test