E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

সিরাজগঞ্জে বিএনপি-পুলিশ সংঘর্ষ, আহত ১০, আটক ৯

২০১৫ জানুয়ারি ০৫ ১২:৩৪:০২
সিরাজগঞ্জে বিএনপি-পুলিশ সংঘর্ষ, আহত ১০, আটক ৯

সিরাজগঞ্জ প্রতিনিধি : সিরাজগঞ্জ পৌর এলাকার ইবি রোড ও ইসলামিয়া কলেজ রোড এলাকায় বিএনপি ও পুলিশের মধ্যে ধাওয়া, পাল্টা ধাওয়া, ইটপাটকেল নিক্ষেপ ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে গুলিবিদ্ধসহ আহত হয়েছে অন্তত ১০ জন।

সোমবার বেলা এগারটা থেকে শুরু হওয়া এ সংঘর্ষ দেড় ঘন্টাব্যাপী চলে।

এদিকে হরতালের নাশকতার আশংকায় পুলিশ জেলার বিভিন্ন স্থান থেকে বিএনপি ও জামায়াতের ৯ কর্মীকে আটক করেছে।

পুলিশ ও স্থানীয়সূত্রে জানা যায়, কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সোমবার সকাল এগারটার দিকে কালো পতাকা মিছিল ও সমাবেশ করার জন্য সিরাজগঞ্জ শহরের ইবি রোড জেলা বিএনপি কার্য্যালয়ের সামনে সমবেত হতে থাকে বিএনপি নেতা-কর্মিরা। এ সময় আকস্মিকভাবে একটি মিছিল থেকে পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল ছোড়া হলে পুলিশও পাল্টা গুলি চালায়। এতে উভয় পক্ষের মধ্যে ধাওয়া, পাল্টা ধাওয়া, ইটপাটকেল নিক্ষেপ ও সংঘর্ষের ঘটনা ঘটে। এতে ইবি রোড,ইসলামিয়া কলেজ রোড এলাকা রনক্ষেত্রে পরিনত হয়। পুলিশের ছোড়া টিয়ারশেল, রাবার বুলেট ও চাইনিজ গুলিতে গুলিবিদ্ধসহ অন্তত ১০ জন আহত হয়। আহতদেও মধ্যে জেলা স্বেচ্ছাসেকদ দলের নেতা নজরুল ইসলাম টিটু,জুয়েল,শহর যুবদল নেতা সবুজ ও ছাত্রদল নেতা লাবিব এর নাম পাওয়া গেছে। এরা সবাই পুলিশের গুলিতে গুলিবিদ্ধ হয়েছে বলে বিএনপি দাবী করেছে।

সিরাজগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুল ইসলাম এ তথ্য নিশ্চিত করে জানান, সংঘর্ষ থামাতে শতাধিক রাউন্ড টিয়ারশেল ও রাবার বুলেট নিক্ষেপ করা হয়েছে।
এদিকে হরতালের নাশকতার আশংকায় পুলিশ জেলার বিভিন্ন স্থান থেকে বিএনপি ও জামায়াতের ৯ কর্মীকে আটক করেছে। অতিরিক্ত পুলিশ সুপার সুভাষ চন্দ্র সাহা আটকের সত্যতা নিশ্চিত করেছেন।

(এসএস/অ/জানুয়ারি ০৫, ২০১৫)

পাঠকের মতামত:

১৯ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test