E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

বরিশালে নিখোঁজের চার মাস পর রাজমিস্ত্রীর কঙ্কাল উদ্ধার

২০১৫ জানুয়ারি ০৫ ১৬:৪৫:০৮
বরিশালে নিখোঁজের চার মাস পর রাজমিস্ত্রীর কঙ্কাল উদ্ধার

আঞ্চলিক প্রতিনিধি, বরিশাল : নিখোঁজের চার মাস পর জেলার বাকেরগঞ্জ উপজেলার সুন্দরকাঠী গ্রামের একটি ধান ক্ষেত থেকে এক ব্যক্তির কঙ্কাল উদ্ধার করেছে পুলিশ। রোববার সন্ধ্যায় উদ্ধার হওয়া কঙ্কালটি ওই গ্রামের রাজমিন্ত্রী মোতালেব চৌকিদারের (৫০) বলে দাবি করেন তার স্ত্রী মলিনা বেগম।

ওইদিন মধ্যরাতে ঘটনাস্থল পরিদর্শন শেষে জেলা পুলিশ সুপার একেএম এহসান উল্লাহ জানান, উদ্ধার হওয়া কঙ্কালের পাশে পরে থাকা মোবাইল সেটের আইএমই নাম্বার থেকে কঙ্কালটি মোতালেবের বলে নিশ্চিত হয়েছেন। পুলিশ সুপার মোতালেবের স্বজনদের বরাত দিয়ে জানান, মোতালেব চৌকিদার ও তার পুত্রের সাথে শ্বশুর পরিবারের বিরোধ চলে আসছিলো।

প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে ওই বিরোধের জেরধরেই তাকে (মোতালেবকে) হত্যা করা হয়েছে। পুলিশ সুপার আরো জানান, চার মাস আগে রহস্যজনক ভাবে মোতালেব নিখোঁজ হন। ওইসময় ধান ক্ষেতে পানিতে পূর্ণছিল। অতিসম্প্রতি পানি শুকিয়ে যাওয়ায় কৃষকেরা জমিতে মাথার খুলি ও হাড় দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। কঙ্কালের ডিএনএ পরীক্ষা শেষে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও পুলিশ সুপার উল্লেখ করেন।

(টিবি/এএস/জানুয়ারি ০৫, ২০১৫)

পাঠকের মতামত:

১১ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test