E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

দিনাজপুরে বিজিবি মোতায়েন

২০১৫ জানুয়ারি ০৫ ১৮:০১:৪৪
দিনাজপুরে বিজিবি মোতায়েন

দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুরে বিএনপি’র সাথে পুলিশের ব্যাপক সংঘর্ষ হয়েছে। বিক্ষুব্ধ বিএনপি নেতা-কর্মীদের ছত্রভঙ্গ করতে পুলিশ অর্ধশতাধিক রাবার বুলেট ও টিয়ার সেল নিক্ষেপ করেছে। এসময় বিক্ষুব্ধ বিএনপি নেতা-কর্মীরা শহরে বেশ কয়েকটি যানবাহন, বানিজ্যিক ব্যাংক ও বেশ কয়েকটি ব্যবসা প্রতিষ্ঠানে হামলা ও ভাংচুর চালিয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে শহরে বিজিবি মোতায়েন করা হয়েছে।

আজ সোমবার বিকেল ৩টা থেকে গণতন্ত্র হত্যা দিবস পালন উপলক্ষে বিএনপি শহরে বিক্ষোভ মিছিল বের করার চেষ্ঠা করে। কিন্তু পুলিশ এতে বাধা দেয়। বিকেল সাড়ে ৩টায় পুলিশের বাধা উপেক্ষা করে বিএনপি নেতা-কর্মীরা শহরে বিক্ষোভ মিছিল বের করে। এসময় তারা শহরে ট্রাকসহ কয়েকটি যানবাহন, শহরের মুন্সিপাড়ায় ঢাকা ব্যাংক ও বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে ইটপাটকেল নিক্ষেপ ও ভাংচুর চালায়। এছাড়াও শহরের সমস্ত আওয়ামী লীগের পোষ্টার ও ব্যানার ছিড়ে ফেলে বিএনপি’র নেতা-কর্মীরা। পরিস্থিতি নিয়ন্ত্রনে পুলিশ প্রথমে লাঠিচার্জ ও পরে রাবার বুলেট ও টিয়ার সেল নিক্ষেপ করে। কিন্তু এরপরও পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণের বাইরে চলে যায়।

গোটা পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রনের বাইরে চলে যায় বিকেল শহরে ২ প্লাটুন বিজিবি মোতায়েন করে জেলা প্রশাসন।

(এটি/এএস/জানুয়ারি ০৫, ২০১৫)

পাঠকের মতামত:

১০ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test