E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

শেরপুরে ১৪ দল-বিএনপি’র পাল্টাপাল্টি সমাবেশ

২০১৫ জানুয়ারি ০৫ ১৮:৩৫:১৮
শেরপুরে ১৪ দল-বিএনপি’র পাল্টাপাল্টি সমাবেশ

শেরপুর প্রতিনিধি : শেরপুরে ৫ জানুয়ারি সোমবার বিকেলে শহরের রঘুনাথ বাজার এলাকায় পাল্টাপাল্টি সমাবেশ করেছে ক্ষমতাসীন আওয়ামী লীগের নেতৃত্বাধীন ১৪ দল এবং বিএনপি। শহরের রঘুনাথ বাজার থানা মোড়ে ১৪ দল ‘গণতন্ত্র রক্ষা দিবস’ ব্যানারে গণ সমাবেশ করে।

অপরদিকে, একই সময়ে নিউমার্কেট মোড় সংলগ্ন জেলা বিএনপি কার্যালয়ে পুলিশী ব্যারিকেডের মধ্যে বিএনপি ‘গণতন্ত্র হত্যা দিবস’ ব্যানার টাঙিয়ে বিক্ষোভ সমাবেশ করেছে। শহরের একই এলাকায় একই সময়ে দুই পক্ষের এ সমাবেশকে ঘিরে শহরবাসীর মাঝে উৎকন্ঠা ছড়িয়ে পড়ে। তবে সকাল থেকেই শহরে বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন থাকায় উত্তেজনা থাকলেও কোনপ্রকার অপ্রীতিকর ঘটনা ছাড়াই দু’পক্ষের সমাবেশ শেষ হয়।

থানা মোড়ে ১৪ দলের গণতন্ত্র রক্ষা দিবসের গণ সমাবেশে সভাপতিত্ব করেন জেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক অ্যাডভোকেট চন্দন কুমার পাল। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সদর উপজেলা চেয়ারম্যান ছানুয়ার হোসেন ছানু, জেলা জাসদ সভাপতি মনিরুল ইসলাম লিটন, আ’লীগ নেতা রফিকুল ইসলাম আধার, প্রকাশ দত্ত, বশিরুল ইসলাম শেলু, জেলা ছাত্রলীগ সভাপতি জুনায়েদ নুরানী মনি প্রমুখ। এর আগে জেলা ছাত্রলীগ সাধারন সম্পাদক নাজমুল আলম সম্রাটের নেতৃত্বে একটি মিছিল শহর প্রদক্ষিণ করে।

কার্যালয়ে বিএনপি’র গণতন্ত্র হত্যা দিবস উপলক্ষে আয়োজিত বিক্ষোভ সমাবেশে সভাপতিত্ব করেন জেলা বিএনপির আহ্বায়ক সাবেক এমপি মাহমুদুল হক রুবেল। অন্যান্যের মধ্যে যুগ্ম সম্পদেক সাইফুল ইসলাম স্বপন, অ্যাডভোকেট সিরাজুল ইসলাম, হাতেম আলী, লুৎফর রহমান মানিক, মাহীন হাসান খান, শফিকুল ইসলাম, রমজান আলী, আবু রায়হান রূপন প্রমুখ বক্তব্য রাখেন। বিএনপি কার্যালয়ের ভেতরের সমাবেশ চারপাশ দিয়ে ঘিরে রাখে পুলিশ। পরে পুলিশ ব্যারিকেডের কারণে বিএনপির নেতাকর্মীরা কালো পতাকা মিছিল কর্মসূচী বাতিল করতে বাধ্য হয়।

এদিকে, ৫ জানুয়ারির পাল্টাপাল্টি কর্মসূচীকে ঘিরে আতংক ও উত্তেজনা থাকায় সোমবার শেরপুর থেকে আন্ত:জেলা পরিবহনের কোন যাত্রীবাহী বাস ছেড়ে যায়নি। রবিবার রাতের নাইট কোচগুলোও যাত্রা বাতিল করে। আকস্মিক এ যাত্রীবাহী বাস চলাচল বন্ধ হওয়ায় সাধারন যাত্রীরা দুর্ভোগে পড়েন।

(এইচবি/এএস/জানুয়ারি ০৫, ২০১৫)

পাঠকের মতামত:

১০ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test