E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

কুমিল্লায় মহাসড়কে যানবাহন ভাঙচুর : আহত ১০

২০১৫ জানুয়ারি ০৬ ১২:৪৭:২৪
কুমিল্লায় মহাসড়কে যানবাহন ভাঙচুর : আহত ১০

কুমিল্লা প্রতিনিধি : ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার আলেখারচর মোড়ে ২০/২২টি যানবাহন ভাঙচুর হয়েছে। এ সময় পুলিশের রাবার বুলেটে ছাত্রদলের ১০জন নেতা-কর্মী আহত হয়েছে বলে ছাত্রদলের পক্ষ থেকে দাবি করা হয়েছে। মঙ্গলবার সকাল ১০টার দিকে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্র জানায়, সকাল থেকে ২০দলীয় জোটের নেতা-কর্মীরা ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের আলেখারচর মোড়ে অবস্থান নেয়। ১০টার দিকে মহাসড়কে চলাচলকারী বাস-ট্রাক থামিয়ে ভাঙচুর চালানো হয়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে রাবার বুলেট ছোঁড়ে তাদের ছত্রভঙ্গ করে দেয়।
দক্ষিণ জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন কায়সার বলেন, ‘পুলিশ আমাদের শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচিতে গুলি ছোঁড়ে। এতে আমাদের সাত জন নেতা-কর্মী গুলিবিদ্ধসহ ১০জন আহত হয়েছে।’
কুমিল্লার সহকারী পুলিশ সুপার (সদর) জাহাঙ্গীর আলম জানান, অবরোধকারীরা মহাসড়কে যান চলাচলে বাধা সৃষ্টি করছে শুনে তাদের ধাওয়া করে ছত্রভঙ্গ করে দেওয়া হয়। এ সময় আট রাউন্ড রাবার বুলেট ছোঁড়ার কথা তিনি নিশ্চিত করেছেন।
এ দিকে জেলা সদরের বাস টার্মিনাল থেকে কোনো বাস ছেড়ে যায়নি।
(ওএস/এইচআর/জানুয়ারি ০৬, ২০১৫ )

পাঠকের মতামত:

১২ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test