E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

বাগেরহাটে মাঠে নেই বিএনপি নেতারা

২০১৫ জানুয়ারি ০৬ ১৪:০৮:১৮
বাগেরহাটে মাঠে নেই বিএনপি নেতারা

বাগেরহাট  প্রতিনিধি : বাগেরহাট  জেলা বিএনপির ৫জানুয়ারীর ‘গনতন্ত্র হত্যা আন্দোলন’ ছেড়ে তারা এখন আন্ডারগ্রাউন্ডে চলে গেছে। এমনকি শনিবার রাতে রাজধানীতে দলীয় চেয়ারপারর্সন বেগম খালেদা জিয়াকে তার অফিসে পুলিশ অবরুদ্ধ করে রাখলেও এর প্রতিবাদে গত ৪ দিনে বাগেরহাট বিএনপি ও তার অঙ্গ-সহযোগী সংগঠন একটি মিছিলও বের করতে পারেনি।

মঙ্গলবার দলের ডাকা অর্নিদিষ্টকালের অবরোধের প্রথম দিনেও বিএপির নেতাদের মাঠে দেখা যায়নি। অন্যদিকে একের পর এক মিছিল-সমাবেশ করে মাঠ দখলে রেখেছে ক্ষমতাশীন আওয়ামী লীগ ও তার অঙ্গ-সহযোগী সংগঠন এ বিষয়ে জেলা বিএনপির যুগ্ম সম্পাদক খাঁন মনির হোসেন বলেন, বাগেরহাটে বিএনপি নাই।

জেলা বিএনপি সভাপতি এমএ সালাম বসবাস করেন রাজধানী ঢাকায়। তিনি বিএনপির নামে একটি লিমিটেড কোম্পানী করেছেন। তার ব্যাক্তিগত লোকদের দিয়ে কমিটি করায় দলের দু:সময়ে কোন নেতা বাগেরহাটে নেই। সবাই চলে গেছে আন্ডারগ্রাউন্ডে। জেলা বিএনপি সভাপতি এমএ সালাম দলের এই সংকটের সময়ে বাগেরহাটে নেই বলে নিশ্চিত করেছেন আন্ডারগ্রাউন্ডে থাকা একাধিক বিএনপি নেতা। জেলা বিএনপির সাধারন সম্পাদক অধ্যাপক আলী রেজা বাবু জানান, শহরের বাড়ীতে দফায়-দফায় পুলিশী তল্লাশী ও শাষকদলের হামলার ভয়ে তিনি পলাতক থেকে দলকে সংগঠিত করার চেষ্টা করছেন।

(একে/এএস/জানুয়ারি ০৬, ২০১৪)

পাঠকের মতামত:

১২ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test