E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

শেরপুরে জেলা পরিষদের বিনামূল্যে কম্পিউটার প্রশিক্ষণ কোর্স উদ্বোধন

২০১৫ জানুয়ারি ০৬ ১৯:৩৭:২৮
শেরপুরে জেলা পরিষদের বিনামূল্যে কম্পিউটার প্রশিক্ষণ কোর্স উদ্বোধন

শেরপুর প্রতিনিধি : শেরপুর জেলার হত দরিদ্র ও মেধাবী কলেজ শিক্ষার্থীদের জন্য বিনামূল্যে কম্পিউটার প্রশিক্ষণ কোর্স চালু করেছে জেলা পরিষদ। ৬ জানুয়ারী মঙ্গলবার জেলা পরিষদের ‘নিসর্গ’ মিলনায়তনে দুই মাস মেয়াদী এ কম্পিউটার প্রশিক্ষণের ১৯, ২০ ও ২১ তম ব্যাচের উদ্বোধন করেন প্রধান নির্বাহী কর্মকর্তা এহছানুল পারভেজ। প্রতিদিন ২ ঘন্টা করে পৃথক ৩টি ব্যাচে ২ মাসের প্রশিক্ষণ শেষে অংশগ্রহণকারীদের সনদপত্র প্রদান করা হবে। জেলা পরিষদের নিজস্ব অর্থায়নে ‘বিনামূল্যে কম্পিউটার প্রশিক্ষণ প্রকল্পে’র আওতায় কোর্সের উদ্বোধনী দিনে ২০ জন করে পৃথক ৩ টি ব্যাচের মোট ৬০ জন শিক্ষার্থী উপস্থিত ছিলেন।

উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে জেলা পরিষদের কম্পিউটার প্রশিক্ষক ফারজানা সিদ্দিকা উপস্থিত ছিলেন। জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা এহসানুল পারভেজ জানান, এ কম্পিউটার প্রশিক্ষণের মাধ্যমে শিক্ষার্থীদের তথ্য প্রযুক্তিতে দক্ষতা বৃদ্ধি পাবে এবং বেকারত্ব দূরীকরণের পাশাপাশি আয়বর্দ্ধনমুলক কর্মকান্ডে সম্পৃক্ত হয়ে আর্থ-সামাজিক অবস্থার উন্নয়ন ঘটাতে সক্ষম হবে।

(আরকে/পি/জানুয়ারি ০৬, ২০১৪)

পাঠকের মতামত:

১০ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test