E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

দিনাজপুরে ৭ বছর বয়সের শিশুর এভিক্যানেল ডিফেক্ট রোগের হার্টের অপারেশন সু-সম্পন্ন

২০১৫ জানুয়ারি ০৭ ১২:০৯:৪৮
দিনাজপুরে ৭ বছর বয়সের শিশুর এভিক্যানেল ডিফেক্ট রোগের হার্টের অপারেশন সু-সম্পন্ন

দিনাজপুর প্রতিনিধি : রাজধানী ঢাকার বাইরে দিনাজপুরে এই প্রথম ৭ বছরের শিশুর এভি ক্যানেল ডিফেক্ট (প্রাইমাম এএসডি এবং মাইট্রাল ভাল্বভ বিগার জিটেশন-ক্লেফ্ট ভাল্ব লিফলেট) নামক রোগের সফল অস্ত্র প্রচার হয়েছে।

জিয়া হার্ট ফাউন্ডেশন সুত্রে জানা যায়, গাইবান্ধা জেলার পলাশ বাড়ি ইউনিয়নের আল-আমিন সরকার এর কন্যা লিজা (৭) জন্মগতভাবে এই রোগ নির্ণয় হয়। লিজার বাবা বিভিন্ন স্থানে লিজাকে নিয়ে চিকিৎসার জন্য গেলে শেষে এক চিকিৎসকের পরামর্শে দিনাজপুর জিয়া হার্ট ফাউন্ডেশনে আসেন। প্রতিষ্ঠানের চীফ কার্ডিয়াক সার্জন ডাঃ মোঃ ফয়েজুল ইসলাম অনেক পরীক্ষা নিরিক্ষা শেষে রোগীটির রোগ নির্ণয়ের পর দ্রুতভাবে অপারেশন করার পরামর্শ দেন। চিকিৎসকের সাথে কথা বলে জানা যায় এসব রোগ শিশুর জন্মের পর থেকে দু বছর বয়স হওয়ার পর এবং বয়সের সাথে শিশুর ওজন ১০ কেজি হলে তবেই এই অপারেশন করা সম্ভব। দু বছর বয়স থেকে পাঁচ বছর বয়সের মধ্যে অপারেশন না করা হলে পরবর্তিতে এ রোগ নিরাময় করা কখনই সম্ভব নয়। রোগের লক্ষণ সম্পর্কে প্রতিষ্ঠানের চীফ কার্ডিয়াক সার্জন ডাঃ মোঃ ফয়েজুল ইসলাম জানান, শিশুর শরীর বৃদ্ধি কম, স্বাস্থ্য কম, ওজনেও কমহয়, ছোটকাল থেকে খেলাধুলা করা, চলাফেরা করা, দ্রুত বেগে কোন কাজ করতে গেলে হাপিয়ে যায়। ঠান্ডার সময় প্রায় সময় হসপাতালে চিকিৎসাধীন অবস্থায় থাকতে হয়। এভিক্যানেল ডিফেক্ট রোগটি বাচ্চাদের ক্ষেত্রে নির্ণয়ের পর পরই অপারেশন করা প্রয়োজন।

এই অপারেশনটি ঢাকার বাহিরে এবং উত্তরবঙ্গে এই প্রথম দিনাজপুরে জিয়া হার্ট ফাউন্ডেশনে সফলভাবে করা হয়। রোগিটি বর্তমানে সুস্থ্যভাবে কথাবার্তাাসহ চলাফেরা করতে পারছে। এই সফল অপারেশন শেষে গতকাল ৫ জানুয়ারি সোমবার রোগিটিকে প্রতিষ্ঠানের সভাপতি ত্বাসীন আক্তার হক (ডেল), সহ-সভাপতি এ.কে.এম আজাদ, সহ সভাপতি আফতাব উদ্দিন মন্ডল, সাধারণ সম্পাদক আলহাজ্ব আবুল হোসেন পাটোয়ারি, সদস্য রেজিনা ইসলাম, খালেকুজ্জামান বাবু, আবু তাহের আবুসহ প্রতিষ্ঠানের অন্যান্য সদস্য চিকিৎসক ও সেবীকাবৃন্দ পরিদর্শন করতে যান।

(এমএমএইচএম/পি/জানুয়ারি ০৭, ২০১৪)

পাঠকের মতামত:

১০ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test