E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী বরাবর বগুড়া জেলা যুবলীগের স্মারকলিপি

২০১৫ জানুয়ারি ০৮ ১৬:২৭:১৮
স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী বরাবর বগুড়া জেলা যুবলীগের স্মারকলিপি

বগুড়া  প্রতিনিধি : বাংলাদেশ আওয়ামী যুবলীগের চেয়ারম্যান ওমর ফারুক চৌধুরীর বাসভবন ও অফিসে বোমা হামলাকারীদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে বগুড়া জেলা যুবলীগ।

বৃহস্পতিবার স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী বরাবর বগুড়া জেলা প্রশাসকের মাধ্যমে স্মারক লিপি প্রদান করে এ দাবি জানান যুবলীগ নেতৃবৃন্দ। বেলা সাড়ে ১১ টায় বগুড়া জেলা প্রশাসক শফিকুর রেজা বিশ্বাসের কাছে স্মারকলিপি প্রদান করেন জেলা যুবলীগের সাধারণ সম্পাদক সাগর কুমার রায়। এসময় উপস্থিত ছিলেন আলহাজ শেখ, শুভাশীষ পোদ্দার লিটন, আমিনুল ইসলাম ডাবলু, মাইসুল তোফায়েল কোয়েল, নাছিরুজ্জামান টিটো, মিথুন এমরান মিথুন, খালেকুজ্জামান রাজা, জাকির হোসেন পলাশ, সিদ্দিকুর রহমান সিদ্দিক, সাজেদুর রহমান সিজু, আলমগীর হোসেন, শরিফুল ইসলাম শিপুল, লতিফুল ইসলাত মুন্না, আব্দুর রাজ্জাক, আসাদুজ্জামান স্বপন, আতিকুল হক, রবিউল ইসলাম লিটন, আরিফুল ইসলাম প্রমুখ।

স্মারকলিপিতে বলা হয়, বাংলাদেশের সর্ববৃহৎ ও ঐতিহ্যবাহী যুবসংগঠন বাংলাদেশ আওয়ামী যুবলীগের চেয়ারম্যান জনাব আলহাজ্ব মোহাম্মদ ওমর ফারুক চৌধুরীর ধানমন্ডির ৮/এ রোডের ৭৪ নং বাসভবন লক্ষ্য করে গত ৪ জানুয়ারি’১৫ ইং রাত ১০টায় বিএনপি জামাত-শিবিরের সন্ত্রাসীরা বোমা হামলা চালিয়েছে। এর আগে দুই বার ধানমন্ডির ৫নং রোডের ১৫নং ভবনের অফিসে এবং বাসভবনে একই ধরনের হামলা করা হয়েছে। বিএনপি জামাতের সহিংস ও ধংসাত্মক কর্মসূচীর সময় এই সমস্ত হামলা সংগঠিত হয়েছে।

বাংলাদেশ আওয়ামী যুবলীগ একটি সুশৃংখল যুব সংগঠন এবং সৃজনশীল রাজনীতির অগ্রপথিক। রাষ্ট্রনায়ক শেখ হাসিনার নেতৃত্বে যুবসমাজের কল্যাণে এবং আধুনিক বাংলাদেশ বিনির্মানে যুবলীগ নিয়োজিত। যুবলীগ সংঘাত নয়, শান্তিতে বিশ্বাসী। এই সংগঠনের সুযোগ্য চেয়ারম্যান আলহাজ্ব মোহাম্মদ ওমর ফারুক চৌধুরী একজন মেধাবী ও সৃজনশীল ব্যক্তিত্ব। তার নেতৃত্বে পরিচালিত হয় যুবলীগের মেধা ও মনন চর্চার প্রতিষ্ঠান ‘যুব গবেষণা কেন্দ্র’। যা তার ধানমন্ডি কার্যালয়ে অবস্থিত। এই গবেষণা কেন্দ্রের মাধ্যমে একটি বিশেষজ্ঞ টিম জাতির পিতা বঙ্গবন্ধুর আদর্শ এবং রাষ্ট্রনায়ক শেখ হাসিনার রাজনৈতিক দর্শন নিয়ে গবেষণা করে থাকে।

গবেষণার আলোকে আমরা রাজনৈতিক কর্মসূচী গ্রহণ করি এবং নেতাকর্মীদের চেতনাকে শানিত করি। এই কারণেই বিএনপি জামায়াত জোটের টার্গেটে পরিণত হয়েছে যুবলীগ চেয়ারম্যানের ধানমন্ডির অফিস ও বাসভবন। বাংলাদেশ আওয়ামী যুবলীগের চেয়ারম্যান মোহাম্মদ ওমর ফারুক চৌধুরীর বাসায় এবং অফিসে বোমা হামলা সমূহে জড়িত সন্ত্রাসীদের অবিলম্বে গ্রেপ্তার পূর্বক আইনের হাতে সোর্পদ করার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য যুবলীগ বগুড়া জেলা শাখার পক্ষ থেকে বিশেষভাবে অনুরোধ জানানো হয়েছে।

(এএসবি/পিবি/জানুয়ারি ০৮,২০১৫)

পাঠকের মতামত:

০৭ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test