E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

রায়পুরে অবরোধকারীদের হামলা, গাড়ী ভাংচুর, আহত ৫

২০১৫ জানুয়ারি ০৯ ১৫:০৯:০৩
রায়পুরে অবরোধকারীদের হামলা, গাড়ী ভাংচুর, আহত ৫

রায়পুর (লক্ষ্মীপুর) প্রতিনিধি : লক্ষ্মীপুরের রায়পুরে বৃহস্পতিবার দিবাগত রাতে রাখালিয়ার সিকদার রাস্তার মাথা ও বর্ডার নামক স্থানে অবরোধকারীরা হামলা চালিয়ে একটি ট্রাক, ৬টি মোটরসাইকেল, ২টি অটোরিক্সাসহ ১০ গাড়ী ভাংচুর করেছে। এসময় অটোরিক্সা চালক মো. রফিক, যাত্রী মো. পারভেজ ও শফিক হোসেনসহ ৫জন আহত হয়। আহতদের সরকারী হাসপাতাল ও স্থানীয় ক্লিনিকে চিকিৎসা দেয়া হয়েছে।

এদিকে রাতে রায়পুর-লক্ষ্মীপুর ও চাঁদপুর সড়ক সহ হায়দরগঞ্জ, খাসেরহাট, কাফিলাতুলী, মিরগঞ্জ, পানপাড়া, গাজী নগরসহ অভ্যন্তরীণ সড়কগুলোতে অবরোধের নামে মোটরসাইকেল আরোহী ৬-৭ দলে বিভক্ত হয়ে সশ্বস্ত্র যুবকরা যানবাহন আটক রেখে চাঁদা আদায় করছে বলে অভিযোগ উঠেছে।

এঘটনায় আহতরা পুলিশকে জানালেও হয়রানীর ভয়ে থানায় কোন অভিযোগ করেননি। তবে পুলিশ অবরোধকারীদের গ্রেফতার ও যাত্রীও চালকরা যেন নির্বিঘ্নে চলাচল করতে পারেন তা নিশ্চিত করতে তৎপর রয়েছে বলে দাবি করেন।

আহত সিএনজি অটোরিক্সা চালক রফিক জানান, লক্ষ্মীপুর থেকে রায়পুরে ফেরার পথে সাবেক রায়পুর উপজেলা চেয়ারম্যানের বাড়ির সামনের ব্রিজের কাছাকাছি আসলে মুখোশপরা ৫-৬ জনের সশ্বস্ত্র যুবক গতিরোধের চেষ্টা করে। এসময় তাদের নির্দেশ উপেক্ষা করলে তারা পাথর ও ইট নিক্ষেপ করে কয়েকটি গাড়ী ভাংচুর করে। বাস টার্মিনাল এলাকায় ৪টি মোটরসাইকেল ও বর্ডার এলাকায় একটি ট্রাক, অটোরিক্সা ও দু’টি মোটরসাইকেল ভাংচুর করে।

বর্ডার এলাকার ব্যবসায়ী শরীফ হোসেন ও লেংড়া বাজার এলাকার ওসমান জানান, অবরোধের নামে ৬-৭ জনের স্বশস্ত্র যুবক বিভিন্ন গাড়ী থামিয়ে ভাংচুরের ভয় দেখিয়ে চালকদের কাছ থেকে ৫০০ থেকে ২০০০ টাকা পর্যন্ত চাঁদা আদায় করছে। পরে পুলিশ দেখার সাথে সাথে তারা নিরুদ্দেশ হয়ে অন্য সড়কে গিয়ে হামলা চালায়। এঘটনায় পুলিশকে জানালেও নানা হয়রানীর ভয়ে থানায় অভিযোগ না দিয়ে নিরবে বাড়ি ফিরে যেতে বাধ্য হচ্ছে।

পৌর বিএনপির সভাপতি ও মেয়র এবিএম জিলানী বলেন, অবরোধের নামে গাড়ী ভাংচুর ও চাঁদা দাবির ঘটনায় দলের কোন নেতাকর্মী জড়িত থাকলে পুলিশের হাতে শোপর্দ করার জন্য সকলের প্রতি আহবান জানান।

রায়পুর থানার ওসি একেএম মনজুরুল হক আকন্দ বলেন, রাতের বেলায় পুলিশ বিভিন্ন সড়কে টহলে রয়েছে। গাড়ী ভাংচুর ও তা আটকে রেখে চাঁদা তোলার বিষয়টি তাদের জানা নেই। অভিযোগ দিলে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।


(পিকেআর/এএস/জানুয়ারি ০৯, ২০১৫)

পাঠকের মতামত:

২৯ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test