E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

পুলিশ পাহারায় সার ও জ্বালানী তেল বিভিন্ন গন্তব্যে প্রেরণ

২০১৫ জানুয়ারি ০৯ ১৭:২৫:৩৫
পুলিশ পাহারায় সার ও জ্বালানী তেল বিভিন্ন গন্তব্যে প্রেরণ

শাহজাদপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি : অবরোধের কারণে সিরাজগঞ্জের শাহজাদপুর বাঘাবাড়ী নৌবন্দর থেকে উত্তরাঞ্চলের ১৬ জেলায় সরবরাহের জন্য স্থানীয় প্রশাসন ব্যাপক নিরাপত্তার ব্যবস্থা নেওয়ায় গতকাল শুক্রবার ছুটির দিনেও সার ও জ্বালানী তেল বিভিন্ন গন্তব্যে পাঠানো হয়েছে।

স্থানীয় উপজেলা প্রশাসন ও পুলিশ সুত্রে জানা গেছে আসন্ন বোরো মৌসুমে প্রান্তিক কৃষকদের মাঝে সার ও জ্বালানী তেল দ্রুত পৌছে দেয়ার জন্য অবরোধের মধ্যেও পরিবহন ব্যবস্থা স্বাভাবিক রাখা হয়েছে। বাঘাবাড়ী নৌবন্দর সুত্র জানায় গতকাল শুক্রবার বাঘাবাড়ী নৌবন্দর থেকে প্রায় ৫০টি ট্রাক সার নিয়ে বিভিন্ন গন্তব্যে ছেড়ে গেছে। জানা গেছে অবরোধের মধ্যে সার ও ডিজেল পরিবহনের জন্য স্থানীয় প্রশাসন পরিবহন মালিকদের সংগে আলোচনা করে পুলিশ পাহাড়ায় সকল ব্যবস্থা সম্পন্ন করায় বাঘাবাড়ী থেকে পন্য সরবরাহ স্বাভাবিক রয়েছে। এ ব্যাপারে শাহজাদপুর উপজেলা নির্বাহী অফিসার শামীম আহমেদ জানান, বাঘাবাড়ী নৌবন্দরে সার মজুতের পরিমান বেড়ে যাওয়ায় এখান থেকে উত্তরাঞ্চলের বিভিন্ন স্থানে যাতে সার ও জ্বালানী তেলের সংকট সৃষ্টি না হয় এজন্য পরিবহন মালিকদের সাথে ও বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাষ্ট্রিজ কর্পোরেশন এর মনিটরিং অফিসারদের সংগে লিয়াজো করে কাজ করা হচ্ছে। তিনি আরো জানান, ট্রাক মালিকদের সহযোগিতায় গতকাল শুক্রবারও ট্রাকযোগে বাঘাবাড়ী ছাড়াও উত্তরাঞ্চলের ১৩টি বাফার গোডাউনে সার পাঠানো হয়েছে। এছাড়াও গতকাল বিকেলে (বৃহস্পতিবার) বাঘাবাড়ী অয়েল ডিপো থেকে যেসকল ট্যাংকলরিতে জ্বালানী তেল বোঝাই করা হয়েছিল সেগুলো শুক্রবার সকাল থেকেই বিভিন্ন গন্তব্যে চলে যায়।

বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাষ্ট্রিজ কর্পোরেশন বগুড়া অফিস এর মনিটরিং অফিসার শামীম আক্তার জানান, পাবনার নগরবাড়ী নৌবন্দর ঘাট ও সিরাজগঞ্জের বাঘাবাড়ী নৌবন্দর ঘাটে খোলা আকাশের নিচে প্রায় ৪৫ হাজার মেট্রিকটন ইউরিয়া সার মজুত আছে। তাছাড়া বাঘাবাড়ী বাফার গোডাউনসহ উত্তরাঞ্চলের ১৩টি বাফার গোডাউনে বিপুল পরিমানে সার মজুত থাকায় প্রান্তিক কৃষকদের আসন্ন বোরো মৌসুমে কোন সার সংকট হবেনা। কৃষি বিভাগ সূত্রে জানা গেছে উত্তরাঞ্চলের ১৬ জেলায় জানুয়ারী মাসে প্রায় ১ লাখ ৩৩ হাজার মেট্রিকটন ইউরিয়া সারের প্রয়োজন। কিন্তু সেখানে মজুত রয়েছে চাহিদার চেয়েও প্রায় দ্বিগুণ। তাই প্রান্তিক কৃষকদের বোরো মৌমুমে কোন প্রকার ইউরিয়া সারের সংকট হবেনা।

বাঘাবাড়ী নৌবন্দর ট্রাক বন্দোবস্তকারী সমিতির প্রতিনিধি সাইফুল ইসলাম জানান অবরোধের কারণে ট্রাক মালিকরা প্রশাসনের আশ্বাসে ট্রাক বের করলেও তা চাহিদার তুলনায় অনেক কম ছিল।

(ওআরপি/পি/জানুয়ারি ০৯, ২০১৫)

পাঠকের মতামত:

১৯ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test