E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

বাগেরহাট রিক্সাচালকদের সাফল্য

২০১৫ জানুয়ারি ১১ ১৮:৪৪:৪০
বাগেরহাট রিক্সাচালকদের সাফল্য

বাগেরহাট প্রতিনিধি  : গেল বছর বাগেরহাট শহরের লাইট সিনেমা হলের সামনে বসে আড্ডা থেকে জন্ম নেয়া সংগঠন হিমালয় শ্রমজীবি সমিতি। যার সদস্য সংখ্য রয়েছে ৫২ জন। হিসার পরিচালনার জন্য রয়েছে জব্দখাতা (ক্যাশ বই), রয়েছে পরিচালকও। মাত্র ৮ মাসের ১০ টাকা করে গচ্ছিত সঞ্চয় থেকে অর্জিত টাকা দিয়ে নিজেরাই নিজেদের ভাগ্যের উন্নয়ন করতে সক্ষম হয়েছে এ সংগঠনটি।

রবিবার জেলা পরিষদ প্রাঙ্গনে ব্যতিক্রম ধর্মী এ রিক্সা চালকদের ক্ষুদ্র সঞ্চয় থেকে ক্রয়কৃত ৩টি রিক্সা হস্তান্তর অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রফেসর আব্দুর রব চৌধুরী। তিনি এ অভিনব কর্মসৃজন পদ্ধতি দেখে মুগ্ধ হয়ে বললেন সদইচ্ছা থাকলে সমাজের যে কোন মানুষই ভালো কিছু করতে পারে তার বাস্তব উদাহরণ হিমালয় শ্রমজীবি সমিতি।

শ্রমজীবিদের আড্ডার মাধ্যমে জন্ম নেয়া বাগেরহাটের হিমালয় শ্রমজীবি সমিতির নতুন এ রিক্সার উদ্বোধন অনুষ্ঠানে অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন এ সমিতির উপদেষ্টা সেনাবাহিনীর অবসর প্রাপ্ত সৈনিক শেখ হায়দার আলী, ব্যাংকার মো. আবু বক্কর সিদ্দিক, হিমালয় শ্রমজীবি সমিতির সাধারণ সম্পাদক নুর আলম নূরসহ সাফল্য সংগঠনের সদস্যবৃন্দ।

সেখানে কথা হয় সামাজিক সংগঠন উন্মেষের নির্বাহী পরিচালক মো. মঞ্জুরুল ইসলামের সাথে। তিনি বলেন, গত বছরে কয়েক জন রিক্সা চালকদের সাথে শহরের লাইট হল সিনেমার সামনে চা পন করতে করতে তাদেরকে এই আইডিয়া দেয়া হয়। সেই রিক্সা চালক প্রতিদিন আড্ডাস্থল সিনেমা হলের সামনে এসে ১০ টাকা করে সঞ্চয় করতে থাকে। এভাবে ৫২ জনের এ সমিতির সদস্যরা প্রতিদিন এভাবে টাকা সঞ্চয় করেন। পরে তাদের মধ্য থেকেই সভাপতি, সম্পাদক মনোনীত করে সংগঠনের নাম দেওয়া হয় হিমালয় শ্রমজীবি সমিতি। তাদের এ পথ চলা আজ পূর্ণাঙ্গ রূপ পেয়েছে। তারা নিজেরাই ৬০ হাজার টাকা দিয়ে ৩টি নুতন রিক্সা ক্রয় করেছে। তিনি জানান শ্রমজীবিদের আর্থিক অবস্থার উন্নতি ঘটানোর জন্যই তিনি এ উদ্যোগ নিয়েছিলেন। এক বছরের মধ্যেই তার সাফল্য এসেছে বলে তিনি দাবি করেন।

সমিতির সভাপতি রিক্সাচালক জাহাঙ্গীর আলম খোকা বলেন, এভাবে আমরা এতদুর আসতে পারবো কখনও ভাবিনি। সমিতির সদস্যদের সঞ্চয়েরর পাশাপাশি ৩টি রিক্সা থেকে এখন প্রতিদিন ১২০ টাকা আয় হবে। রিক্সা ভাড়া দেয়া হবে সদস্যদের মধ্যে ফলে তারা উপকৃত হবে। বাড়বে সমিতির সঞ্চয় এভাবে বাড়ানো হবে রিক্সার সংখ্যাও।

(একে/এএস/জানুয়ারি ১১, ২০১৫)

পাঠকের মতামত:

১৯ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test