E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care

For Advertisement

Mobile Version

কর্মচারীর বাড়ি থেকে চুরি যাওয়া টাকা উদ্ধার

২০১৫ জানুয়ারি ১১ ২০:২০:৪৫
কর্মচারীর বাড়ি থেকে চুরি যাওয়া টাকা উদ্ধার

ফরিদপুর প্রতিনিধি : রূপালী ব্যাংক ফরিদপুর করপোরেট শাখা থেকে খোয়া যাওয়া ১ কোটি ৫৭ লাখ টাকার মধ্যে ১ কোটি ২২ লাখ টাকা উদ্ধার করেছে পুলিশ।

রবিবার সন্ধ্যায় ফরিদপুর সদর উপজেলার শিবরামপুর এলাকার ঘনশ্যামপুর গ্রামে ব্যাংকের কর্মচারী আবুল কালাম আজাদের বাড়ি থেকে টাকাগুলো উদ্ধার করা হয়।

পুলিশ ওই কর্মচারীর বাড়ির আঙ্গিনায় মাটিতে প্লাস্টিক ড্রামে পুঁতে রাখা অবস্থায় টাকাগুলো উদ্ধার করে।

ফরিদপুরের পুলিশ সুপার মো. জামিল হাসান জানান, ঘটনার পর সকালে আবুল কালাম আজাদসহ ব্যাংকের কয়েক কর্মচারী ও গার্ডকে আটক করা হয়। পরে জিজ্ঞাসাবাদে আবুল কালাম আজাদ টাকা চুরির পর তার বাড়ির আঙ্গিনায় টাকা পুঁতে রেখেছে বলে জানায়। পরে পুলিশ অভিযান চালিয়ে টাকা উদ্ধার করে।

খোয়া যাওয়া বাকি টাকা আবুল কালাম তার ব্যাংক একাউন্টে জমা রেখেছে ও কিছু টাকা খরচ করেছে বলে জানিয়েছে পুলিশ।

উল্লেখ্য, ফরিদপুর শহরের নিলটুলী এলাকার রূপালী ব্যাংকের করপোরেট শাখা থেকে ভল্ট খুলে দেড় কোটি টাকা চুরি হয়। রবিবার সকালে ঘটনাটি জানাজানি হলে পুলিশ ব্যাংকের এক কর্মচারী, প্রহরী ও তিন আনসার সদস্যসহ পাঁচজনকে সন্দেহভাজন হিসেবে আটক করে জিজ্ঞাসাবাদ করে। এরপর সন্ধ্যায় কর্মচারী আবুল কালামের দেয়া স্বীকারোক্তি মোতাবেক তার বাড়িতে অভিযান চালানো হয়।

(ওএস/অ/জানুয়ারি ১১, ২০১৫)

পাঠকের মতামত:

১৩ জুলাই ২০২৫

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test