E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

বাগেরহাটে ভেজাল ও মেয়াদ উর্ত্তীন ঔষধ বিক্রি না করার ঘোষণা

২০১৫ জানুয়ারি ১২ ১৯:১০:৪২
বাগেরহাটে ভেজাল ও মেয়াদ উর্ত্তীন ঔষধ বিক্রি না করার ঘোষণা

বাগেরহাট প্রতিনিধি : ভেজাল ও মেয়াদ উর্ত্তীণ ঔষধ বিক্রি না করার ঘোষনার মধ্য দিয়ে বাগেরহাটে কেমিষ্ট এন্ড ড্রাগিষ্ট সমিতির সমাবেশ অনুষ্টিত হয়েছে। সোমাবার দুপুরে বাগেরহাট জেলা পরিষদ অডিটরিয়ামে আয়োজিত সাধারণ সভার সমাবেশে প্রধান অতিথি ছিলেন মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এ্যাডভোকেট মীর শওকাত আলী বাদশা এমপি। অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন বাংলাদেশ কেমিষ্ট এন্ড ড্রাগিষ্ট সমিতির কেন্দ্রীয় কমিটির সভাপতি আলহাজ্ব ছাদেকুর রহমান ।

প্রধান বক্তা বলেন নিন্ম মানের ঔষধ তৈরীর দায়ে ২২ টি কোম্পানির বিরুদ্ধে ব্যবস্থা গ্রহন করা হলেও তারা জামিনে ছাড়া পেয়ে আবারও নিম্ন মানের ঔষধ তৈরি করছে। এদের বিরুদ্ধে আইনী লড়াইয়ের পাশাপাশি তীব্র জনমত গড়ে তোলার অহবান জানান। ঔষধ সেক্টরে এখন কমপক্ষে ৫০ হাজার কোটি টাকার ঔষধ উৎপাদন হচ্ছে। সমৃদ্ধ এখাতকে রক্ষার জন্য সরকারের সর্বাত্মক সহযোগিতার আহবান জানান।

অনুষ্ঠানে অন্যানের মধ্যে বক্তব্য রাখেন কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি মো. আব্দুল হাই, নির্বাহী সদস্য বাবু সমীর কুমার শিকদার, মাসুদ হোসেন নিলু , দ্বীন আলী , মুশফিকুর রহমান নাহার, আবু বক্কর খান মিলন, বাগেরহাট প্রেসক্লাবের সাবেক সভাপতি বাবুল সরদার, বাগেরহাট জেলা কেমিষ্ট এন্ড ড্রাগিষ্ট সমিতির সভাপতি ইকতিকার রহামান ইতি , সাধারন সম্পাদক আব্দুস সোবাহান, মিজানুর রহমান সেন্টুসহ।

(একে/এএস/জানুয়ারি ১২, ২০১৫)

পাঠকের মতামত:

২৭ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test