E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

চাঁদপুরে নিহতের সংখ্যা বেড়ে ৩

২০১৫ জানুয়ারি ১৩ ১১:০৫:৩৩
চাঁদপুরে নিহতের সংখ্যা বেড়ে ৩

চাঁদপুর প্রতিনিধি : চাঁদপুরে মেঘনা নদীতে দু’টি লঞ্চের মুখোমুখি সংঘর্ষে ৩ যাত্রী নিহত ও অন্তত ৩০ যাত্রী আহত হয়েছেন। নিহতরা হলেন, বরিশালের সাতমাইল এলাকার সাহানা বেগম (৬৫) ও তার নাতি শাকিল (৬) ও রূপা বেগম (৩০)।

সোমবার রাত দেড়টার দিকে মেঘনা নদী অতিক্রমকালে চাঁদপুরের বড়স্টেশন মোলহেড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

চাঁদপুর নৌ-পুলিশের ইনচার্জ (উপ-পরিদর্শক) মো. মনির হোসেন জানান, সোমবার রাত পৌনে ৯টায় সহস্রাধিক যাত্রী নিয়ে বরিশাল থেকে ঢাকার উদ্দেশে রওয়ানা হয় এমভি সুন্দরবন-৮। রাত দেড়টায় লঞ্চটি চাঁদপুরের মেঘনা নদী অতিক্রমকালে বিপরীত দিক থেকে আসা এমভি পারাবাত-৯ এর সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষে এমভি সুন্দরবন-৮ লঞ্চের একাংশ দুমড়ে-মুচড়ে যায়। এছাড়া এমভি পারাবাত-৯ এর কিছু অংশও ক্ষতিগ্রস্ত হয়েছে।

এতে মারাত্মক আহত হয়ে সাহানা বেগম ঘটনাস্থলেই মারা যান। দুর্ঘটনায় গুরুতর আহতদের মধ্যে ফজলুল করিম (৬১), মনোয়ারা বেগম (৫৫), রাব্বি (১১), ডালিয়া বেগম (৩৮), রুপা বেগম (৩০), শাকিল (৬), শিউলি বেগম (৪৫), আবরার মোস্তফা কামাল (৩০) ও সুরাইয়া বেগমকে (২৫) প্রথমে চাঁদপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়। পরে তাদেরকে ঢাকায় পাঠানো হয়। ঢাকায় নেওয়ার পথে মারা যায় শাকিল। পরে মঙ্গলবার সকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর হাসপাতালের জরুরী বিভাগের চিকিৎসক রূপাকে মৃত ঘোষণা করেন।

বিআইডব্লিউটিএ চাঁদপুরের বন্দর ও পরিবহন কর্মকর্তা মো. মোবারক হোসেন জানান, দুর্ঘটনার জন্য দায়ী এমভি পারাবাত-৯ লঞ্চের বিরুদ্ধে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের মাধ্যমে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

(ওএস/এটিআর/জানুয়ারি ১৩, ২০১৫)

পাঠকের মতামত:

১৭ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test