E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

বাগেরহাটে বঙ্গমাতা ফজিলাতুন্নেছা মুজিবের ম্যুরাল উন্মোচন

২০১৫ জানুয়ারি ১৩ ১৬:৫১:৪৭
বাগেরহাটে বঙ্গমাতা ফজিলাতুন্নেছা মুজিবের ম্যুরাল উন্মোচন

বাগেরহাট প্রতিনিধি : বাগেরহাটের ফকিরহাট ফজিলাতুন্নেছা মুজিব মহিলা ডিগ্রী কলেজ চত্বরে জাতির জনক বঙ্গবন্ধুর সহধর্মিনী বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিবের ম্যুরাল উন্মোচন করা হয়েছে।

মঙ্গলবার বিকালে বাগেরহাটের জেলা প্রশাসক মো: জাহাংগীর আলম আনুষ্ঠানিক ভাবে এ ম্যুরাল উন্মোচন করেন।

কলেজ অডিটরিয়ামে অধ্যক্ষ অমিত রায় চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: মাহাবুবুর রহমান, উপজেলা আওয়ামী লীগ সভাপতি স্বপন দাস প্রমুখ।

৬ ফুট উচ্চতা ও ৫ ফুট প্রস্থ বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিবের ম্যুরালটি নির্মাণ করেন কলেজের চারু কলার প্রভাষক সুকুমার বাগচী। পরে জেলা প্রশাসক কলেজের রিজিয়া নাসের ও শেখ হেলাল উদ্দিন একাডেমীক ভবনের নাম ফলকসহ প্রশাসনিক ভবনের ফলক উন্মোচন করেন। কলেজের প্রশাসনিক ভবনের প্রবেশদ্বারে বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিবের ম্যুরাল স্থাপন করা হয়।


(একে/অ/জানুয়ারি ১৩, ২০১৫)

পাঠকের মতামত:

১৯ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test