E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

শরণখোলায় জেলেদের বিক্ষোভ সমাবেশ

২০১৫ জানুয়ারি ১৩ ১৭:০৬:২১
শরণখোলায় জেলেদের বিক্ষোভ সমাবেশ

বাগেরহাট প্রতিনিধি : এক মাস ধরে বঙ্গোপসাগরে নিখোঁজ হওয়া এফবি মুক্তি-১ ট্রলারের ১৬ জেলেকে রাস্ট্রীয় ব্যবস্থাপনায় উদ্ধার ও ভারতের কারাগারে বন্দী জেলেদের ফিরিয়ে আনাসহ ৯দফা দাবিতে বিক্ষোভ মিছিল, সমাবেশ ও প্রধানমন্ত্রী বরাবরে স্মারকলিপি দিয়েছে বাগেরহাটের শরণখোলা উপজেলার মৎস্যজীবীরা।

জাতীয় মৎস্যজীবী সমিতির ব্যানারে মঙ্গলবার দুপুরে বিক্ষোভ মিছিলটি রায়েন্দা বাজার প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদের বটতলা চত্বরে সমাবেশে মিলিত হয়। সমাবেশে বক্তৃতা করেন, রায়েন্দা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আসাদুজ্জামান মিলন, ইউপি সদস্য ওয়াদুদ আকন, যুবলীগ নেতা জিয়াউদ্দিন তালুকদার, রাজিব হাসান, মৎস্যজীবী সমিতির সহসভাপতি মো.দুলাল ফরাজী, সাধারণ সম্পাদক সোলাইমান ফরাজী, মৎস্যজীবী নেতা এইচএম শাহীন, আ. রহিম খলিফা প্রমূখ।

সমাবেশে বক্তারা বলেন, বঙ্গোপসাগরে মাছ ধরতে গিয়ে শরণখোলার এফবি মুক্তি ট্রলারসহ ১৬ জন জেলে এক মাস ধরে নিখোঁজ রয়েছেন। নিখোঁজ জেলেদের পরিবারে এখন শোকের মাতম চলছে। নিখোঁজ জেলেদের উদ্ধারে সরকারের তরফ থেকে এখনও পর্যন্ত কোনো উদ্যোগ গ্রহন না করায় শরণখোলাবাসী চরমভাবে ক্ষুব্ধ ও হতাম হয়েছে। তারা রাষ্ট্রীয় ব্যবস্থাপনায় নিখোঁজ জেলেদের খুঁজে বের করাসহ ভারতের কারাগারে বন্দী বাংলাদেশের সকল জেলেকে ফিরিয়ে আনার দাবি জানান। পরে প্রধানমন্ত্রী বরাবর ৯দফা দাবি সম্বলিত একটি স্মারকলিপি উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহম্মদ অতুল মন্ডলের কাছে হস্তান্তর করা হয়।

(একে/অ/জানুয়ারি ১৩, ২০১৫)

পাঠকের মতামত:

২৬ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test