E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

গাজীপুরে সরকারি কর্মচারিদের কর্মবিরতি পালন

২০১৫ জানুয়ারি ১৪ ১৮:৪৮:২০
গাজীপুরে সরকারি কর্মচারিদের কর্মবিরতি পালন

নিজস্ব প্রতিবেদক, গাজীপুর : গাজীপুরের শ্রীপুরে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের উপর হামলা ও শারীরিক নির্যাতনের ঘটনায় বাংলাদেশ কালেক্টরেট সহকারি সমিতি ও বাংলাদেশ চতুর্থ শ্রেণী সরকারি কর্মচারি সমিতি গাজীপুর জেলা শাখার উদ্যোগে কর্মবিরতি পালন করা হয়েছে।

বুধবার সকাল ১০টা থেকে বেলা ১টা পর্যন্ত তিন ঘন্টা গাজীপুর জেলা প্রশাসকের কার্যালয়ের প্রাঙ্গনে কর্মচারি সঙগঠনের কার্যালয়ের সামনে ওই কর্মবিরতি কর্মসূচি পালন করা হয়।

বাংলাদেশ কালেক্টরেট সহকারি সমিতির গাজীপুর জেলা শাখার সভাপতি ও আন্দোলন বাস্তবায়ন কমিটির আহবায়ক মো. শরিফুল ইসলামের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন ও বাংলাদেশ চতুর্থ শ্রেণী সরকারি কর্মচারি সমিতি গাজীপুর জেলা শাখার সাধারণ সম্পাদক মো. হেলাল উদ্দিনসহ সমিতির কর্মচারিবৃন্দ।

এ উপলক্ষে আয়োজিত সমাবেশে বক্তারা বলেন, সরকারি দায়িত্ব পালনে কর্তব্যরত কর্মকর্তা-কর্মচারিদের উপর ন্যাক্কারজনক হামলার সঙ্গে জড়িতদের অবিলম্বে গ্রেপ্তার ও সুষ্ঠ বিচার না হওয়া পর্যন্ত কর্মচারিদের আন্দোলন চলবে। অন্যথায় বৃহস্পতিবার পূর্ণ দিবস কর্মবিরতি পালন করা হবে বলে ঘোষণা দেওয়া হয়।

(এসএএস/এএস/জানুয়ারি ১৪, ২০১৫)

পাঠকের মতামত:

১৭ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test