E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

শিশু আব্দুল্লাহ’র লাশ উঠোনে রেখেই বরের হাতে তুলে দিল ফুপু মনিজাকে

২০১৫ জানুয়ারি ১৭ ১৪:১৯:০১
শিশু আব্দুল্লাহ’র লাশ উঠোনে রেখেই বরের হাতে তুলে দিল ফুপু মনিজাকে

শাহজাদপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি :বাবা হারা আব্দুল্লাহ’র (৮) ফুপু মনিজার বিয়ের আনন্দ ভাগাভাগি করে নেয়া আর হলোনা। বর আসার আগ মুহুর্তেই ঘাতক পিকআপ ভ্যান আব্দুল্লাকে পিচ ঢালা পথে রক্তাক্ত করে চলে গেল। এই মর্মান্তিক ঘটনাটি ঘটেছে গত শুক্রবার বিকেলে গাড়াদহ উত্তরপাড়া বগুড়া-নগরবাড়ী মহাসড়কের পাশে।

জানা গেছে ৬ বছর আগে আব্দুল্লাহ’র বাবা জুলমত আলীও সড়ক দুর্ঘনায় একই মহাসড়কের বালসাবাড়ী নামক স্থানে নিহত হন। আব্দুল্লার ছোট চাচা ১৫ বছর আগে হযরত আলীও সড়ক দুর্ঘনায় একই মহাসড়কের গাড়াদহ নামক স্থানে নিহত হন।
নিহত আব্দুল্লাহ’র পারিবারিক সুত্রে জানা যায়, আব্দুল্লাহ’র ফুপু মনিজার পার্শ্ববর্তী উল্লাপাড়া উপজেলার মনোহারা গ্রামে বিয়ে ঠিক হয়। গত শুক্রবার ছিল মনিজার বিয়ের দিন। ঢাকা-পাবনা মহাসড়কের পাশেই আব্দুল্লাহদের বাড়ী। গাড়ীতে করে বর আসছে একথা শুনে আব্দুল্লাহ অন্যদের সাথে মহাসড়কে ছুটে যায়। ঠিক সেই মুহুর্তেই একটি দ্রুতগামী পিকআপ ভ্যান আব্দুল্লাহকে মহাসড়কের ওপর পৃষ্ট করে চলে যায়। মুহুর্তেই সব ওলট পালট হয়ে যায়।

আব্দুল্লাহ’র বাবার মৃত্যুর পর মা ২ বছরের একমাত্র শিশু সন্তান আব্দুল্লাহকে নিয়ে শ্বশুর বাড়ীতেই থেকে যায়। কিন্তু সকল স্বপ্ন ধুলিসাৎ করে দিল মুহুর্তেই ঘটে যাওয়া এই সড়ক দুর্ঘটনাটি। দুর্ঘটনার কিছুক্ষণ পরেই বরযাত্রীরা কনের বাড়ীতে উপস্থিত হলে তখন এক হৃদয়বিদারক দৃশ্যের সৃষ্টি হয় । ঘটনাটি দেখে সবাই কিংকর্তব্য বিমুঢ় হয়ে পরে । এদিন নিহত আব্দুল্লার নিথর দেহ বাড়ীর উঠোনে ঢেকে রেখেই ফুপু মনিজাকে বরের হাতে তুলে দেয়া হয়। এ দৃশ্য দেখে কেউ চোখের পানি ধরে রাখতে পারেনি। এ দুর্ঘটনার খবর পেয়ে ছুটে যায় আব্দুল্লার প্রিয় স্কুল তালগাছী রেইনবো কিন্ডার গার্টেনের অধ্যক্ষ সিরাজুল ইসলামসহ তার সহপাটি ছাত্র ছাত্রীরা।

শাহজাদপুর থানার ওসি (তদন্ত) আব্দুল হাই ঘটনার সত্যতা স্বীকার করে জানান, পরিবার থেকে কোন ধরনের অভিযোগ না থাকায় ময়না তদন্ত ছাড়াই লাশ দাফনের অনুমতি দেয়া হয়েছে।

(এআরপি/এসসি/জানুয়ারি,২০১৫)

পাঠকের মতামত:

১৯ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test