E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

তালতলীর উপকূলীয় শুটকি পল্লীতে খাবার পানির সংকট

২০১৫ জানুয়ারি ১৮ ১৭:৫৫:৫৪
তালতলীর উপকূলীয় শুটকি পল্লীতে খাবার পানির সংকট

বরগুনা প্রতিনিধি :তালতলী উপজেলার সোনাকাটা ও নিশানবাড়ীয়া ইউনিয়নের উপকূলীয় শুটকি পল্লীতে বিশুদ্ধ খাবার পানির সংকট দেখা দিয়েছে। এই দুই ইউনিয়নে নেই কোন টিউবঅয়েল। দু’একটি যা ছিলো তাও বর্তমানে অকেজো হয়ে পড়ে আছে।

একরকম জীবন বাঁচাতে বাধ্যহয়ে স্থানীয়রা মজাপুকুর আর ডোবা-নালার পানি পান করছে। ফলে এই শুটকি পল্লীতে দেখা দিয়েছে ডায়রিয়া। গত কয়েকদিন থেকে ডায়রিয়ায় শিশু ও নারীসহ প্রায় ১৬জন আক্রান্ত হয়েছে।

সরেজমিনে দেখাগেছে, সোনাকাটা ও নিশানবাড়িয়ার শুটকি পল্লীতে ৮-১০ কিলোমিটারের মধ্যে কোন টিউবঅয়েল বা বিশুদ্ধ খাবার পানির ব্যবস্থা নেই। এছাড়াও এই দুই পল্লীর কাছাকাছি কোন স্বাস্থ্য সেবার ব্যবস্থা নেই। ডায়রিয়ায় আক্রন্তদের জরুরী প্রয়োজনে চিকিৎসা দেওয়ার জন্য নেই কোন কমিউনিটি ক্লিনিক। ফলে ডাইরিয়ার মুহুর্তেও শুটকি পল্লীর জেলে ও শ্রমিকরা বিশুদ্ধ খাবার পানির অভাব ও চিকিৎসা সেবা থেকে বঞ্চিত রয়েছে। ডাইরিয়া উপদ্রব নিয়ন্ত্রনে না আনলে শুটকি পল্লীর আসপাশের গ্রামগঞ্জে ছড়িয়ে পরার আশংকা রয়েছে।

স্থানীয়রা জানান, বিশুদ্ধ খাবার পানির অভাব ও চলমান বৈরী আবহাওয়ার কারনে ডাইরিয়ার উপদ্রব বেড়েছে। ডায়রিয়া নিয়ন্ত্রনে আনতে শুটকি পল্লীতে জরুরী ভিত্তিতে অস্থায়ীভাবে বিশুদ্ধ খাবার পানি ও চিকিৎসা সেবা কেন্দ্র স্থাপন করা জরুরী প্রয়োজন।

(এমএইচ/এসসি/জানুয়ারি১৮,২০১৫)

পাঠকের মতামত:

২২ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test