E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

বরগুনায় ২০বছর পর সংখ্যালঘু পরিবার ফেরৎ পেয়েছে তাদের সম্পত্তি

২০১৫ জানুয়ারি ১৮ ১৯:১০:০৭
বরগুনায় ২০বছর পর সংখ্যালঘু পরিবার ফেরৎ পেয়েছে তাদের সম্পত্তি

বরগুনা প্রতনিধি : বরগুনা সদর উপজেলার বুড়িরচর ইউনিয়নের মাইঠা গ্রামে কয়েকটি হিন্দু পরিবার ২০ বছর পরে প্রতিপক্ষের অবৈধ দখলে থাকা সাড়ে ৪ একর সম্পত্তি বুঝে পেয়েছে ।

মাইঠা গ্রামের নরেন কাপালী, ননী গোপাল, নিমাই চন্দ্র রায় জানান, কড়ইতলা মাইঠা গ্রামের শাহজাহান বিশ্বাস তার বাবা মৃত আ. মজিদ বিশ্বাস তাদের ওয়ারিশদের কাছ থেকে ৩ একর ৮৪ শতাংশ জমি ক্রয় করলেও তারা জবরদস্তি করে আরো সাড়ে ৪ একর জমি ২০ বছর যাবৎ ভোগ দখল করে আসছিলো। বৈধ সম্পত্তি দখল দিতে গিয়ে উল্টো তাদের হয়রানি করা হয়েছে।

ইউপি চেয়ারম্যান সিদ্দিকুর রহমানের উদ্যোগে উভয় পক্ষের মানিত শালিসদারগণ বুধবার উভয় পক্ষের কাগজপত্র ও দলিল পর্যালোচনা শেষে সরেজমিনে অবৈধভাবে দখলকৃত সম্পত্তি প্রকৃত সংখ্যালঘু মালিকদের বুঝিয়ে দেন।
এব্যাপারে অভিযুক্ত শাহজাহান বিশ্বাস বলেন, শালিসিদাররা একতরফা সিদ্ধান্ত নিয়ে আমার বেশ কিছু বৈধ সম্পত্তিও হিন্দুদের দিয়েছে।

ইউপি চেয়ারম্যান সিদ্দিকুর রহমান বলেন, দীর্ঘদিন পর্যন্ত হিন্দু পরিবারগুলো নির্যাতনের শিকার হয়ে আসছে। বিষয়টি লিখিতভাবে জানানোর পরে নোটিশের মাধ্যমে উভয় পক্ষের শালিসিগণের সিদ্বান্তের ভিত্তিতে অবৈধভাবে দখলকৃত সম্পত্তি প্রকৃত মালিকদের বুঝিয়ে দেওয়া হয়েছে।

(এমএইচ/এসসি/জানুয়ারি১৮,২০১৫)

পাঠকের মতামত:

২২ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test