E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

সিরাজগঞ্জে বিএনপির ২ নেতাকর্মী আটক

২০১৫ জানুয়ারি ১৯ ১৫:০৪:৫৩
সিরাজগঞ্জে বিএনপির ২ নেতাকর্মী আটক

সিরাজগঞ্জ প্রতিনিধি : ২০ দলীয় জোটের ডাকা ৩৬ ঘণ্টা হরতালের শেষ দিনে সিরাজগঞ্জে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। 

সোমবার বেলা ১১টায় শহরের মুজিব সড়কের মুক্তা প্লাজার সামনে ককটেলটি বিস্ফোরিত হয়।

এদিকে, নাশকতার মামলায় শহরের এসএস রোড থেকে সিরাজগঞ্জ পৌর এলাকার ৩ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক আলম হোসেন ও এনায়েতপুর থানা বিএনপির নেতা আলমগীর হোসেনকে গ্রেফতার করেছে পুলিশ।

শহরের অধিকাংশ দোকানপাট বন্ধ রয়েছে। পৌর বাস টার্মিনাল ও বাস কাউন্টার থেকে আন্তঃনগর ও দূরপল্লার বাস চলাচল বন্ধ রয়েছে।

তবে রিকশা-ভ্যান ও সিএনজি চালিত অটোরিকশা চলাচল করলেও অন্যান্য দিনের তুলনাই কম। স্কুল কলেজে ছাত্র-ছাত্রীদের উপস্থিতি অর্ধেকে নেমে এসেছে। আদালতেও মানুষের উপস্থিতি ছিলো কম।

সিরাজগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুল ইসলাম ও এনায়েতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম আটকের বিষয়টি নিশ্চিত করে জানান, তাদের বিরুদ্ধে নাশকতা ও সরকারি কাজে বাধাদানের ঘটনায় মামলা রয়েছে।

(ওএস/পিবি/জানুয়ারি ১৯, ২০১৫)

পাঠকের মতামত:

১৯ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test