E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

শাহজাদপুুরে যমুনা নদীর তীর রক্ষা বাঁধে ধস, এলাকায় আতংক

২০১৫ জানুয়ারি ১৯ ১৬:১৩:৫১
শাহজাদপুুরে যমুনা নদীর তীর রক্ষা বাঁধে ধস, এলাকায় আতংক

শাহজাদপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি : শাহজাদপুর উপজেলার কৈজুরী ইউনিয়নের ভাটপাড়া নামক স্থানে যমুনা নদীর ডানতীর প্রতিরক্ষা বাঁধে রবিবার সন্ধ্যায় হঠাৎ ধস দেখা দিয়েছে। সোমবার ঘটনাস্থলে সরেজমিন গিয়ে দেখা গেছে বাঁধটির তলদেশে ৪০ হাত ও উপরের অংশের ১৫ হাত ধনুক আকারে দেবে গেছে। এতে স্থানীয় বাসিন্দাদের মধ্যে চরম আতংক দেখা দিয়েছে।

বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড (নির্মান বিভাগ) পাবনা জেলার বেড়া কৈতলা অফিসের উপ-সহকারী প্রকৌশলী জাকির হোসেন ভাঙন এলাকা পরিদর্শন শেষে উপস্থিত সাংবাদিকদের জানান ভাঙন এলাকার পূর্বদিকে যমুনার গুধিবাড়ী ভাটপাড়া চরটির দক্ষিনাংশ হঠাৎ করে যমুনা নদীতে বিলীন হয়ে যায়। ফলে নদীর গতি পথ পরিবর্তন হয়ে যায়। এতে প্রচণ্ড স্রোত ও ঘুর্ণাবর্তের সৃষ্টি হয়। এ স্রোত ও ঘুর্ণাবর্তের চাপে যমুনা নদীর ডানতীর প্রতিরক্ষা বাঁধটিতে ধ্বস দেখা দিয়েছে। তিনি আরও জানান ভাঙন এলাকায় ঘূণাবর্তে সৃষ্টি হওয়ার ফলে ২০১১ সালে প্রায় ১০০ কোটি টাকা ব্যায়ে নির্মত ১১ কিলোমিটার এ তীর প্রতিরক্ষা বাঁধটির শাহজাদপুর উপজেলার গালা ইউনিয়নের বেনটিয়া থেকে কৈজুরী ইউনিয়নের হাট পাচিল পর্যন্ত পুরাটাই এখন হুমকির মুখে না পরলেও ধ্বসে যাওয়া স্থানটি দ্রুত মেরামত করা জরুরি।

তিনি আরও জানান বিষয়টি কর্তৃপক্ষকে জানানো হয়েছে। এলাকাবাসীর অভিযোগ বাঁধ কর্তৃপক্ষের নজরদারি না থাকায় গুরুপূর্ন এ বাঁধটির উপরদিয়ে ভারি যানবহন বসতি স্থাপন নৌযান নৌঙর ও বাঁদের কোথাও কোথাও জিওটেক্সটাইল তলদেশে ফুটোকরায় ও ব্লক সরিয়ে ফেলায় বাঁধটি আরো হুমকির মুখে পড়েছে।

এ ব্যাপারে শাহজাদপুর উপজেলা নির্বাহী অফিসার শামিম আহমেদের সাথে যোগাযোগ করা হলে তিনি ভাঙন এলাকা পরিদর্শন শেষে বিষয়টি জেলা প্রশাসককে অবহিত করা হয়েছে বলে তিনি জানান।

(এআরপি/এএস/জানুয়ারি ১৯, ২০১৫)

পাঠকের মতামত:

১৯ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test