E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

নড়াইলের বিভিন্ন খাল বিলে অতিথি পাখির কলতানে মুখরিত,শিকারীদের  বিভিন্ন ফাঁদ

২০১৫ জানুয়ারি ২০ ১১:৫৯:২০
নড়াইলের বিভিন্ন খাল বিলে অতিথি পাখির কলতানে মুখরিত,শিকারীদের  বিভিন্ন ফাঁদ

নড়াইল প্রতিনিধি : ছায়া সুনিবিড় মনোমুগ্ধকর পরিবেশে গড়ে উঠেছে দেশের অন্যতম অরুনিমা রিসোর্ট এ্যান্ড গলফ ক্লাব।

এখানে ২৩ একরেই রয়েছে মনোমুগ্ধকর লেক। আর লেক ও লেকের পাড়ে বিভিন্ন প্রকার ফলজ ও বনজ গাছে বসেছে অতিথি পাখিসহ দেশী পাখির মেলা। আরো রয়েছে কৃষিভিত্তিক খামার ব্যবস্থা। দেশী-বিদেশী কর্পোরেটসহ পর্যটকরা এখানে এসে হারিয়ে যান প্রকৃতির মাঝে।

নড়াইল জেলার নড়াগাতি থানার পানিপাড়ায় ৫০ একর জায়গায় গড়ে উঠেছে ইকোপার্কটি। ২০০০ সাল থেকে এর যাত্রা শুরু। এরপর ২০০৩ সালে পরিধি বেড়ে আরো সম্প্রসারিত হয়। ২০০৬ সাল থেকে গলফ ক্লাবের যাত্রা শুরু করে। ২০০৯ সালের ১৪ জুন বেসামরিক বিমান ও পর্যটন মন্ত্রী জি.এম কাদের এটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন। অক্টোবর থেকে মে মাস পর্যন্ত অতিথি পাখি পার্কের লেকে বিচরণ করে। ২৩ একর জায়গা জুড়েই রয়েছে লেক। লেক ভরা মাছ, পাড়ে শাক-সবজির চাষাবাদ এবং বনজ, ফলদ ও ভেজষ মিলে প্রায় এক লাখ গাছপালা রয়েছে। এসব গাছে গাছে দোয়েল, কোয়েল, ঘুঘু, কোকিল, শালিক, চুড়ইসহ বিভিন্ন প্রজাতির পাখির কিচিরমিচির শব্দে ঘুম ভাঙ্গে এলাকাবাসীর।তাই ইট পাথরের শহরের একঘেয়মি থেকে একটু দূরে প্রকৃতির কোলে এসে পর্যটকরা মুগ্ধ। পার্কে নিয়মিত ৫০ জন কর্মকর্তা-কর্মচারি নিয়োজিত আছেন। দিন অথবা রাত যে কোনো সময় অবসর যাপনের জন্য রযেছে ১৭টিএসি এবং ২৮টি নন এসি ঘর। নিজস্ব রেস্টুরেন্টে লেকের মাছ ও পাড়ের টাটকা শাক-সবজি খেতে পারবেন সুলভমুল্যে যে কোন পর্যটকরা। এই পর্য়টন শিল্পের মাধ্যমে নড়াইলের অথনীতির চাকা গতিশীল হতে পারে এমনটাই প্রত্যাশা নড়াইলবাসীর।


(ওএস/এসসি/জানুয়ারি২০,২০১৫)

পাঠকের মতামত:

০৩ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test