E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

বাগেরহাটে বিএনপি-জামায়াতের ১৯ নেতাকর্মী গ্রেপ্তার

২০১৫ জানুয়ারি ২১ ১৪:১৪:০৯
বাগেরহাটে বিএনপি-জামায়াতের ১৯ নেতাকর্মী গ্রেপ্তার

বাগেরহাট প্রতিনিধি : বাগেরহাটে হরতালের প্রথম দিনে মাঠে নামেনি জেলা বিএনপি ও তার অঙ্গ সংগঠনের কোন শীর্ষ নেতা। বিএনপির ডাকা দু’দিনের হরতালে প্রথম দিন বুধবার তারা করেনি কোন মিছিল-পিকেটিং। জেলার অভ্যন্তরিন ১৬টি রুটে দু’একটি বিচ্ছিন্ন ঘটনা ছাড়া কোন যানবাহন চলাচল করেনি। বাগেরহাট থেকে ছেড়ে জায়নি কোন দূরপাল্লার পরিবহন।

এদিকে বাগেরহাট পুলিশ নাশকতার পরিকল্পনার অভিযোগে মঙ্গলবার রাতে জেলার ৯টি থানা এলাকায় অভিযান চালিয়ে শরণখোলা উপজেলা জামায়াতের ছরোয়ার হোসেন, মোড়েলগঞ্জের নিশানবড়ীয়া ইউনিয়ন বিএনপির প্রচার সম্পাদক ফরহাদ তালুকদার ও বাগেরহাটের বেমরতা ইউনিয়ন ছাত্রদলের সভাপতি তহিদুল ইসলাম, যুবদল নেতা ইলিয়াস হোসেন মাসুমসহ বিএনপি ও জামায়াতের ১৯ জন কর্মীকে গ্রেফতার করেছে। আটককৃতদের মধ্যে ১৩ জন বিএনপি ও ৬ জন জামায়াতের অঙ্গ সংগঠনের নেতা-কর্মী। জেলা পুলিশ গ্রেপ্তরের এতথ্য নিশ্চিত করেছে।
জেলা পুলিশ অফিস জানায়, হরতালের আগে মঙ্গলবার রাতে অভিযান চালিয়ে জেলার ৯টি থানা এলাকা থেকে বিএনপি ও জামায়াতের ১৯ জন কর্মীকে নাশকতা সৃষ্টির পরিকল্পনার অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে।
(একে/পিবি/জানুয়ারি ২১,২০১৫)






পাঠকের মতামত:

১৯ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test