E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

নওগাঁয় সরস্বতী পুজোর ব্যাপক প্রস্তুতি, চলছে রং করার কাজ

২০১৫ জানুয়ারি ২১ ১৫:৫২:৪৪
নওগাঁয় সরস্বতী পুজোর ব্যাপক প্রস্তুতি, চলছে রং করার কাজ

নওগাঁ প্রতিনিধি : আর মাত্র তিনদিন বাকি। আগামী রবিবার অনুষ্ঠিত হবে হিন্দু ধর্মাবলম্বীদের শ্রীপঞ্চমী উৎসব বিদ্যাদেবী শ্রীশ্রী সরস্বতী দেবীর পুজো। এদিনকে সামনে রেখে সারাদেশের মত নওগাঁর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, ক্লাব, স্থায়ী মন্ডপ ও বাসা-বাড়িতে চলছে ব্যাপক আয়োজন। প্রতিমা তৈরির শিল্পীরা এখন মহাব্যস্ত।

ইতোমধ্যেই প্রতিমায় শুরু হয়েছে রং করার কাজ। শহরের আখড়াবাড়ি, কালিতলা ক্লাব, বুড়া কালিতলা পুজো মন্ডপ প্রাঙ্গন, কারিগর গনেশ ও শেরপুরের গৌর এর বাড়িতে অন্তত সহস্রাধিক সরস্বতী প্রতিমা তৈরির কাজ এখন শেষ পর্যায়ে। শুরু হয়েছে রং-তুলির কাজ। অর্ডারী প্রতিমাগুলোতে দিনে-রাতে চলছে রং ফিনিসিং এর কাজ। পুজোর দিন ভোর সকালের মধ্যেই প্রতিমাগুলো স্ব স্ব মন্ডপে স্থাপন করা হবে। এবারের পুজো রবিবার সকাল ৮টা ৫১ মিনিট ৫৪ সেকেন্ডের মধ্যেই সমাপ্ত করতে হবে। কারণ এর পর পঞ্চমী তিথি আর থাকছেনা।

ফলে কনকনে শীতের সকালে তিথি মতে পুজো সম্পন্ন করতে সকল প্রতিষ্ঠানের পুজারীরা এখন থেকেই ব্যাপক প্রস্তুতি নিয়েছে। সেই সঙ্গে পুরোহিতদেরও ত্রাহি ত্রাহি অবস্থা। কারণ পুরোহিত স্বল্পতার কারনে একই পুরোহিত ৮/১০টা মন্ডপে পুজো করে থাকেন। কোন কোন পুরোহিত বাসা-বাড়ির পুজোগুলো আগেরদিন শনিবারেই সম্পন্ন করার জন্য ইতোমধ্যেই পরামর্শ দিয়েছেন।

(বিএম/এএস/জানুয়ারি ২১, ২০১৫)

পাঠকের মতামত:

১৮ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test