E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

বাগেরহাটে দুই পক্ষের সংঘর্ষে আহত ২০

২০১৫ জানুয়ারি ২১ ১৭:৩৫:৩০
বাগেরহাটে দুই পক্ষের সংঘর্ষে আহত ২০

বাগেরহাট প্রতিনিধি : বাগেরহাটের চিতলমারীতে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে নারী ও শিশুসহ অন্তত ২০ জন আহত হয়েছেন। এসময় উভয় পক্ষের সমর্থকরা অন্তত ১০টি বসতবাড়ি ভাংচুর করে।

আহতদের উদ্ধার করে চিতলমারী ও গোপালগঞ্জের টুঙ্গিপাড়া হাসপাতালে ভর্তি করা হয়েছে। বুধবার সকালে চিতলমারী উপজেলার কলাতলা ইউনিয়নের রহমতপুর গ্রামের ৩ নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি এমদাদুল হক শেখ ও একই ওয়ার্ডের আওয়ামীলীগের সাবেক সভাপতি ইউপি সদস্য ডা. শাহজাহানের সমর্থকদের মধ্যে এই সংঘর্ষের ঘটনা ঘটে। এই হামলা জন্য পরষ্পর পরষ্পরকে দায়ী করেছেন। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। তবে হামলার ঘটনায় জড়িত কাউকে গ্রেপ্তার করতে পারেনি।

এমদাদুল হকের পক্ষের আহতরা হলেন, এমদাদুল হক শেখ, দেলোয়ার হোসেন, ইউনুস আলী, নাজমুল, জাকার আলী, বাদশা মাস্টার, ইউনুস মীর, আরিফ শেখ, হায়াত আলী, হাসিব শেখ, বাবুল শেখ, জাকার বিশ্বাস, দুলাল শেখ, মিলি বেগম ও শিশু সাজ্জাদ। এদের মধ্যে গুলিবিদ্ধ শিশু সাজ্জাদসহ ৬ জনকে টুঙ্গীপাড়া হাসপাতালে ভর্তি করা হয়েছে। ডা. শাহজাহানের পক্ষের আহত হলেন, ফিরোজ শেখ, সাজ্জাদ হোসেন এবং রফিকুল ইসলাম। এদের চিতলমারী ও গোপালগঞ্জের টুঙ্গিপাড়া হাসপাতালে ভর্তি করা হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, সংঘর্ষ চলাকালে গুলির শব্দে এলাকায় আতংক ছড়িয়ে পড়ে। এসময় ইউনুস আলী, আরিফ শেখ, বাবুল শেখ, দুলাল শেখ, শিশু সাজ্জাদ গুলিতে আহত। পুলিশ ঘটনাস্থলে পৌছে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে।

চিতলমারী থানার ওসি দিলীপ কুমার সরকার বলেন, ‘চিতলমারী উপজেলার কলাতলা ইউনিয়নের রহমতপুর গ্রামের এমদাদুল হক শেখ ও ডা. শাহজাহানের মধ্যে এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। এই বিরোধের জের ধরে বুধবার সকাল নয়টার দিকে দেশীয় অস্ত্রসস্ত্রে সজ্জিত হয়ে দুই পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে উভয়পক্ষের অন্তত ২০ জন আহত হয়েছেন। এই হামলা জন্য পরষ্পর পরষ্পরকে দায়ী করেছেন। আহতদের উদ্ধার করে চিতলমারী ও গোপালগঞ্জের টুঙ্গিপাড়া হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ ঘটনাস্থলে পৌছে পরিস্থিতি নিয়ন্ত্রণ করেছে। হামলা ও সংঘর্ষের ঘটনা জানতে এমদাদুল হক শেখ ও ডা. শাহজাহানের সাথে যোগাযোগের চেষ্টা করেও তাদের পাওয়া যায়নি।

(একে/এএস/জানুয়ারি ২১, ২০১৫)

পাঠকের মতামত:

১৯ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test