E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

জকিগঞ্জে ঢাক ঢোল পিঠিয়ে জুয়ার আসর

২০১৫ জানুয়ারি ২১ ২২:০৬:৫৫
জকিগঞ্জে ঢাক ঢোল পিঠিয়ে জুয়ার আসর

জকিগঞ্জ প্রতিনিধি :জকিগঞ্জের খলাছড়া ইউপির হলদিরপার আশ্রমে হিন্দু ধর্মের মহানামযজ্ঞকে কেন্দ্র করে ঢাক-ঢোল পিটিয়ে লামারগ্রামের চালিয়ার হাওরে গত বছরের মত এবারও মাস ব্যাপি জুয়ার আসর বসিয়েছে জুয়াড়ীরা। এতে করে একদিকে যেমনি ধর্মীয় অনুষ্ঠানের দূর্নাম হচ্ছে তেমনি অন্য দিকে এলাকার উঠতি বয়সের ছেলেরা জুয়ার মত বড় অপরাধের সাথে জড়িয়ে পড়ছে নিজের অজান্তেই।

খোঁজ খবর নিয়ে জানা গেছে লামারগ্রামের আব্দুল বারী, নূর ইসলাম, মফিজ মিয়া, আব্দুল মলিক, জাকারিয়া আহমদ, বাবুল আহমদের আয়োজনে চালিয়ার হাওরে চলছে দিন রাত এ জুয়া খেলার মহোৎসব।

জেলার বিভিন্ন উপজেলা থেকে ঝানু ঝানু জুয়াড়ীরা কাড়ি কাড়ি টাকা ও যানবাহন নিয়ে নিরাপদ এ আসরের জুয়া খেলায় অংশ নিচ্ছে। ঢাক-ঢোল পিটিয়ে প্রকাশ্য জুয়ার আসর বসায় স্কুল, কলেজ পড়ুয়া ছাত্রের অভিভাবকরা উদ্বিগ্ন হয়ে পড়েছেন। উপজেলা জুড়ে অপরাধ প্রবণতা বাড়তে পারে। দিবা -

রাত্রি প্রকাশ্য এ জুয়ার আসর র্নিবিঘ্নে চলতে থাকায় আইন শৃংখলা নিয়ে প্রশ্ন উঠেছে। জুয়াড়ীদের ভয়ে কেউ প্রতিবাদ করার সাহস পায়না। বিভিন্ন সূত্র জানিয়েছে পুলিশ ও ডিবির সোর্স পরিচয় দিয়ে জনৈক বকুল আহমদ এসব আসর থেকে নিদিষ্ট পরিমানে টাকা আদায় করছে বলে অভিযোগ পাওয়া গেছে।

স্থানীয়রা মন্তব্য করেছেন প্রকাশ্য জুয়ার আসর অব্যাহত রেখে এলাকার আইন শৃঙ্খলার উন্নতি কোন ভাবেই সম্ভব নয়।
উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক সঞ্জয় চন্দ্র নাথ উপজেলা পূজা পরিষদের পক্ষ থেকে তীব্র নিন্দা জানিয়ে বলেন, আমাদের ধর্মীয় অনুষ্ঠানকে কেন্দ্র করে যারা জুয়া সহ বেহায়পনা করে তাদের বিরুদ্ধে আইন শৃংখলা বাহিনী কঠোর ব্যবস্থা গ্রহণের আহবান জানাই।
এ ব্যাপারে জকিগঞ্জ থানার ওসি শফিকুর রহমান খান জানান, জুয়াড়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।


(এসকেপি/এসসি/২১,২০১৫)

পাঠকের মতামত:

১৮ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test