E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

বাগেরহাটে আটক ৫৮ ভারতীয় জেলেকে রেড ক্রিসেন্টের সহায়তা

২০১৫ জানুয়ারি ২২ ১৮:৫৩:৫৭
বাগেরহাটে আটক ৫৮ ভারতীয় জেলেকে রেড ক্রিসেন্টের সহায়তা

বাগেরহাট প্রতিনিধি : বাগেরহাট কারাগারে আটক ৫৮ জন ভারতীয় মৎস্যজীবীকে নিত্যপ্রয়োজনীয় বিভিন্ন পণ্য দিয়েছে রেড ক্রিসেন্ট সোসাইটি। বৃহস্পতিবার দুপুরে রেড ক্রিসেন্ট সোসাইটি বাগেরহাট ইউনিটের সদস্যরা কারা কর্তৃপক্ষের মাধ্যমে ঐ বন্দিদের প্রত্যেককে দশটি বিভিন্ন পণ্যের একটি করে প্যাকেট প্রদান করে। এসব নিত্যপ্রয়োজনীয় পণ্যের মধ্যে ছিলো একটি করে জ্যাকেট, জামা, লুঙ্গি, তোয়ালে, গেঞ্জি, স্যাণ্ডেল, পেস্ট-ব্রাশ, গায়ে মাখার ও কাপড় কাচার সাবান।

বঙ্গোপসাগরে বাংলাদেশী জলসীমায় অবৈধভাবে অনুপ্রবেশ করে মাছ ধরার অভিযোগে গত ডিসেম্বর মাসে বাংলাদেশ নৌ-বাহিনীর হাতে গ্রেপ্তার হয়ে এই মৎস্যজীবীরা বাগেরহাট কারাগারে রয়েছেন।

বাগেরহাট কারাগারের জেলার মো: মোস্তফা কামাল জানান, রেড ক্রিসেন্ট সোসাইটি বাগেরহাট ইউনিটের ভাইস চেয়ারম্যান কাজী মাহফুজুর রহমানের নেতৃত্বে ঐ সংগঠনের একটি প্রতিনিধি দল বৃহস্পতিবার দুপুরে কারাগারে থাকা ভারতীয় ৫৮ জেলের প্রত্যেককে দশ ধরণের সামগ্রীর একটি করে প্যাকেট দিয়ে গেছেন। তিনি এ সব পণ্য যথাযথভাবে পরীক্ষা করে তা ঐ বন্দিদের কাছে হস্তান্তর করেছেন।

সংগঠনটির বাগেরহাট ইউনিটের ভাইস চেয়ারম্যান কাজী মাহফুজুর রহমান জানান, কেন্দ্র থেকে ঐ বন্দিদের মাঝে বিতরণের জন্য পণ্যগুলো তাদের কাছে পাঠানো হয়েছিলো। এটি তাদের নিয়মিত কাজের একটি অংশ।

(একে/এএস/জানুয়ারি ২২, ২০১৫)

পাঠকের মতামত:

১৯ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test