E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

নওগাঁর ১৫০ একর শালবন ও জীববৈচিত্র ধ্বংসের মুখে

২০১৫ জানুয়ারি ২৩ ১৫:২৯:১৪
নওগাঁর ১৫০ একর শালবন ও জীববৈচিত্র ধ্বংসের মুখে

নওগাঁ প্রতিনিধি : নওগাঁর ধামইরহাট উপজেলার ঐতিহ্যবাহী আলতাদীঘি জাতীয় উদ্যানের প্রায় ২শ, বছরের পুরনো শালবনে ভয়াবহ আঁচা পোকার আক্রমন দেখা দিয়েছে। এই পোকার আক্রমনে শালবনে আক্রান্ত শালগাছের সমুদয় পাতা এবং শালগাছের নীচে গড়ে তোলা জীববৈচিত্র পুনঃরুদ্ধার ও সংরক্ষন প্রকল্পের আওতায় এ্যানরিচমেন্ট প্লানটেশন এবং হরিতকি, বয়রা, আমলকি, জাম, ডুমুর, শিমুল, চিকরাশি, অর্জুন, গামার ইত্যাদি প্রজাতির চারাসহ গাছের পাতা পোকায় খেয়ে ঝাঁঝড়া করে ফেলছে। বড় বড় শাল গাছগুলোর ডালপালা মরে শালগাছ মরাকৃতি ধারণ করেছে।


শুক্রবার এব্যাপারে সংশ্লিষ্ট বনবিট কর্মকর্তা লক্ষ্মন চন্দ্র ভৌমিক এই প্রতিবেদককে জানান, আলতাদীঘি জাতীয় উদ্যানের অভ্যন্তরে ৪২৭ দশমিক ৬৯ একর প্রাকৃতিক শাল বাগানের মধ্যে আনুমানিক ১৫০ একর এলাকা জুড়ে এক ধরনের পোকা যার স্থানীয় নাম “আচাঁ পোকা” দ্বারা আক্রান্ত হয়েছে। চলতি জানুয়ারি মাসের প্রথমদিকে তিনি এই পোকার আক্রমন দেখতে পান। তিনি তাৎক্ষনিক এই বিষয়টি পাইকবান্দা রেঞ্জ ও বিভাগীয় বন কর্মকর্তা রাজশাহী বরাবর প্রথমে মোবাইলে ও পরে পত্র প্রেরণ করেন। পাইকবান্দা রেঞ্জ অফিসার হেলাল উদ্দিন আহাম্মেদ জানান, শালবনে পোকার আক্রমনের বিষয়টি বন গবেষনাগার ইনষ্টিটিউট, চট্টগ্রামের ষোলশহর কার্যালয়ে অবগত করা হয়েছে। লক্ষ্মন চন্দ্র ভৌমিক আরো জানান, উর্ধতন কর্মকর্তাদের পরামর্শক্রমে প্রাথমিক ভাবে প্রতিষেধক হিসেবে রিপকর্ড পরীক্ষামুলকভাবে স্প্রে করা হয়েছে। জীববৈচিত্রের যেন কোন ক্ষতি না হয় সেদিকে খেয়াল রেখে এই প্রতিষেধকটি স্প্রে করা হয়েছে। বাগানের যে অংশে ওষুধ স্প্রে করা হয়েছে, সেই অংশে আঁচা পোকার ভয়াবহতা কিছুটা হলেও কমতে শুরু করেছে। তার মতে, প্রায় ২ শ’ বছরের পুরনো এই শালবনে এই প্রথম কোন ভয়াবহ পোকা বা রেগের আক্রমন ঘটলো। দ্রুত এই পোকার আক্রমন থেকে শালবনকে রক্ষা করতে না পারলে আলতাদীঘি জাতীয় উদ্যানের গাছপালা ও জীববৈচিত্র রক্ষা করা হুমকির সম্মুখিন হয়ে পড়বে বলে স্থানীয় অভিজ্ঞ মহল মনে করছেন।
(বিম/পিবি/জানুয়ারি ২৩,২০১৫)



পাঠকের মতামত:

১৮ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test