E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

নওগাঁর সাপাহারে ডিজেল খেয়ে শিশুর মৃত্যু

২০১৫ জানুয়ারি ২৩ ১৫:৩৮:০৪
নওগাঁর সাপাহারে ডিজেল খেয়ে শিশুর মৃত্যু

নওগাঁ প্রতিনিধি : বৃহস্পতিবার রাতে নওগাঁর সীমান্তবর্তী সাপাহারে ডিজেল খেয়ে ইমন (২) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। মর্মান্তিক এ ঘটনাটি ঘটেছে উপজেলার হাপানিয়া সীমান্তের কৃষ্ণসদা গ্রামে।

জানা গেছে, ওই গ্রামের আলমগীর নামে এক কৃষক বাড়িতে তার সেচযন্ত্র মেরামত করে মেশিনে থাকা প্রায় অর্ধ লিটার ডিজেল একটি বাটিতে রেখে দেয়। বাড়ির সকলের অজান্তে শিশু ইমন খেলার ছলে বাটিতে থাকা ওই ডিজেল তেলের কিছুটা খেয়ে অসুস্থ হয়ে পড়ে। সঙ্গে সঙ্গে তার পরিবারের লোকজন শিশুটিকে উপজেলা স্বাস্থ্যকমপ্লেসে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা প্রদানের পর ওই শিশুটিকে উন্নত চিকিৎসার জন্য জেলা সদরের হাসপাতালে রেফার্ড করেন। অসুস্থ শিশু ইমনকে নওগাঁ সদর হাসপাতালে নেয়ার পথে রাতেই তার মুত্যু হয়।
(বিম/পিবি/জানুয়ারি ২৩,২০১৫)


পাঠকের মতামত:

১৮ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test