E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

নওগাঁয় সংখ্যালঘুর জমি দখলের প্রচেষ্টা

২০১৫ জানুয়ারি ২৩ ১৫:৪২:২৬
নওগাঁয় সংখ্যালঘুর জমি দখলের প্রচেষ্টা

নওগাঁ প্রতিনিধি : শুক্রবার সকালে নওগাঁর রানীনগর উপজেলার ভান্ডারা গ্রামের সংখ্যালঘু কল্পনা রানী পালের কেনা এবং দীর্ঘ প্রায় ৪০ বছরের ভোগদখলীয় জমিতে জোড় করে ধান লাগিয়ে ফের জবরদখলের চেষ্টা করেছে পার্শ্ববর্তী করজগ্রামের আলাদ গং। এঘটনায় এলাকার সংখ্যালঘুদের মাঝে চরম আতঙ্ক ও উত্তেজনা ছড়িয়ে পড়ে।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। জানা গেছে, বৃহস্পতিবার সকালে বোরো চাষের জন্য কল্পনা রানীর লোকজন তাদের ৫৯ শতক জমিতে সেচ দেয়ার পর হঠাৎ করেই আলাদ ও আঙ্গুর গং ওই জমির আইল কেটে জবরদখল করার চেষ্টা করে। এসময় সংখ্যালঘূরা বাধা দিলে আলাদ গং মারমুখি হয়ে তাদের হত্যার হুমকি দেয়। এদিকে শুক্রবার ভোর সকালে আলাদ গং জোড় করে ওই জমিতে বোরো ধানের চারা লাগাতে গেলে কল্পনা রানীর লোকজন বাধা দেয়। সংখ্যালঘুরা জানায়, ওই জমি নিয়ে আদালতে মামলাও চলমান রয়েছে। মামলার রায়ের আগেই তারা জমিটি জবরদখলে মরিয়া হয়ে উঠেছে।
(বিম/পিবি/জানুয়ারি ২৩,২০১৫)

পাঠকের মতামত:

১৮ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test