E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

'মেসার্স মিরাজ পোলট্রি ফিড'এর কার্যক্রম বন্ধে হাই কোর্টের নির্দেশ

২০১৪ মে ০৭ ২০:৩৬:৩৯
'মেসার্স মিরাজ পোলট্রি ফিড'এর কার্যক্রম বন্ধে হাই কোর্টের নির্দেশ

ঠাকুরগাও প্রতিনিধি : ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ পৌর শহরের ঘনবসতিপূর্ণ আবাসিক এলাকায় গড়ে উঠা 'মেসার্স মিরাজ পোলট্রি ফিড' নামক একটি ডেইরী ও পোলট্রি ফিড মিলের সকল কার্যক্রম বন্ধে নির্দেশ দিয়েছে সুপ্রীমকোর্টের হাইকোর্ট বিভাগের ডিভিশন বেঞ্চ। বিচারপতি মির্জা হোসেন হায়দার এবং বিচারপতি মুহাম্মদ খুরশিদ আলম সরকার-এর সমন্বয়ে গঠিত বেঞ্চ আজ এই নির্দেশ প্রদান করেন। বেলার আইনজীবি ইকবাল কবির বিষয়টি নিশ্চিত করেছেন।

পীরগঞ্জ পৌরসভার ৪ নং ওয়ার্ডের ঘনবসতিপূর্ণ আবাসিক এলাকায় গড়ে উঠা 'মেসার্স মিরাজ পোলট্রি ফিড' নামক একটি ডেইরী ও পোলট্রি ফিড মিলের বৈধতা চ্যালেঞ্জ করে বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতি (বেলা) হাইকোর্টে একটি রিট মামলা (নং ৪২৩৯/২০১৪ ) দায়ের করে। মামলার প্রাথমিক শুনানী শেষে আদালত মিলটির সকল কার্যক্রম বন্ধের নির্দেশ প্রদান করেন। একইসাথে আদালত দেশে প্রচলিত আইন লঙ্ঘন করে মিলটির অনুকূলে প্রদত্ত পরিবেশগত ছাড়পত্র ও অনাপত্তি পত্র, মিলটির অবস্থান ও পরিচালিত কার্যক্রম কেন আইনের পরিপন্থি ও জনস্বার্থবিরোধী ঘোষণা করা হবে না এবং কেন মিলটিকে গ্রহণযোগ্য কোন স্থানে স্থানান্তরের নির্দেশ প্রদান করা হবে না তা জানতে চেয়ে বিবাদীগণের উপর রুল জারি করেন।

উল্লেখ্য, ফিড মিলটি আবাসিক এলাকায় স্থাপন ও কার্যক্রম পরিচালনা করে এলাকার জনসাধারণের স্বাস্থ্য ও পরিবেশ মারাত্বকভাবে ক্ষতিগ্রস্থ করে আসছিল। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বার বার মিলটি সরিয়ে নিতে নির্দেশ প্রদান করলেও মিলটি একই অবস্থানে থেকে তার দূষণ কার্যক্রম অব্যাহত রাখলে এলাকাবাসীর আবেদনে ও জনস্বার্থে এ মামলাটি দায়ের করা হয়।

(জেএবি/অ/মে ০৭, ২০১৪)

পাঠকের মতামত:

১৯ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test