E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

হরতালের প্রথম দিনে নওগাঁয় ৩টি বিলাসবহুল বাসে আগুন

২০১৫ জানুয়ারি ২৫ ১৬:৫৮:১১
হরতালের প্রথম দিনে নওগাঁয় ৩টি বিলাসবহুল বাসে আগুন

নওগাঁ প্রতিনিধি : বিএনপির নেতৃত্বাধিন ২০ দলীয় জোট আহুত ৩৬ ঘন্টা হরতালের প্রথম দিন রবিবার ভোররাতে নওগাঁ শহরের পার-নওগাঁয় ঢাকাগামী বাস টার্মিনালে বন্ধ রাখা ৩টি বিলাসবহুল কোচ আগুনে পুড়িয়ে দিয়েছে দুর্বৃত্তরা। ৩টি কোচের মধ্যে ‘টিআর’ ট্রাভেলস নামক বাসটি (নং-ঢাকা মেট্রো-ব-১৪-৫২১৩) পুড়ে ছাই হয়ে গেছে। এসময় বাসটির ডান পাশে দাঁড়ানো ‘ডিপজল’ এন্টারপ্রাইজের এসি কোচ (নং-ঢাকা মেট্রো-ব-১১-৭০৭৬) ও বামে দাঁড়িয়ে থাকা এসআর পরিবহনের কোচটি আংশিক পুড়ে গেছে। অল্পের জন্য প্রানে রক্ষা পেল টিআর ট্রাভেলস বাসের হেলপার শাহিন (২৫)।

ফায়ার সার্ভিস, পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বিএনপির নেতৃত্বাধিন ২০ দলীয় জোটের ডাকে হরতাল- অবরোধের কারনে ঢাকাগামী দূরপাল্লার বাসগুলি ষ্ট্যান্ডে বন্ধ করে রাখা হয়। রবিবার ভোর ৪টার দিকে ষ্ট্যান্ডে দাঁড়িয়ে থাকা টিআর ট্রাভেলস্ এর বাসের পিছনের ডান পাশের চাকায় পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেয়া হয় । এসময় বাসের হেলপার শাহিন বাসের ভিতর ঘুমিয়ে ছিল। আগুন দাউ দাউ করে জ্বলে উঠলে সে টের পেয়ে চিৎকার শুরু করে। বাসের ভাঙ্গা কাঁচ ও আগুনে তার শরীরের বিভিন্ন অংশ ক্ষত-বিক্ষত হয়। খবর পেয়ে নওগাঁ ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।

প্রত্যক্ষদর্শীদের মতে, যথাসময়ে ফায়ার সার্ভিস না এলে ওই ষ্ট্যান্ডে দাঁড়িয়ে থাকা সকল গাড়ি ভষ্মিভুতসহ বেশ বড় ধরনের ক্ষতি হয়ে যেত। ঘটনার পর পুলিশ সুপার মো. কাইয়ুমুজ্জামান খান, র‌্যাবের উর্দ্ধতন কমকর্তা ও প্রশাসনিক কর্মকর্তাগন ঘটনাস্থল পরিদর্শন করেন। খবর পেয়ে জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সাধন চন্দ্র মজুমদার এমপি ঘটনাস্থল পরিদর্শন করে এই নাশকতামুলক কাজের সঙ্গে জড়িতদের খুজে বের করে আইনের আওতায় নেয়ার জন্য পুলিশ প্রশাসনকে নির্দেশ দেন। নওগাঁ সদর মডেল থানার অফিসার ইনচার্জ মো. জাকিরুল ইসলাম জানান, এই নাশকতামুলক কাজের সঙ্গে জড়িতদের খুজে বের করে আইনের আওতায় নেয়া হবে। পুলিশের বেশ ক’টি টিম ইতোমধ্যেই মাঠে নেমেছে।

(বিএম/এএস/জানুয়ারি ২৫, ২০১৫)

পাঠকের মতামত:

১৮ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test