E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

ধামইরহাটে মাদ্রাসা সুপারের বিরুদ্ধে চাঁদা দাবীর অভিযোগ

২০১৫ জানুয়ারি ২৬ ১৯:০৪:৪৯
ধামইরহাটে মাদ্রাসা সুপারের বিরুদ্ধে চাঁদা দাবীর অভিযোগ

নওগাঁ প্রতিনিধি : নওগাঁর ধামইরহাটে এক মাদ্রাসার সুপারের বিরুদ্ধে চাঁদা দাবীর অভিযোগ করেছেন ওই মাদ্রাসার এক শিক্ষক। চাঁদা না দেয়ায় ওই শিক্ষকের বেতন ভাতা বন্ধ করে দেয়া হয়েছে। নিরুপায় হয়ে অসহায় শিক্ষক বিষয়টি নিয়ে উপজেলা নির্বাহী অফিসার বরাবর অভিযোগ দায়ের করেছেন।

অভিযোগ সূত্রে জানা গেছে, উপজেলার উত্তর চকরহমত সিদ্দিকীয়া দাখিল মাদ্রাসায় বিগত ১৯৮৭ সালের ৫ ফেব্রুয়ারি ইবতেদায়ী শাখায় সহকারী শিক্ষক হিসেবে মোঃ রমজান আলী যোগদান করেন। যোগদানের পর থেকে তিনি মাদ্রাসার সকল নিয়মনীতি অনুসরণ করে প্রায় ২৯ বছর যাবত চাকুরি করে আসছেন। সম্প্রতি ওই প্রতিষ্ঠানের সুপার আবু বকর সিদ্দিক এবছর ১৩ জানুয়ারি দুপুরে ওই শিক্ষকের কাছে ২ লাখ টাকা চাঁদা দাবি করেন। চাঁদা না দিতে পারলে চাকুরি থেকে ইস্তফা দেয়ার জন্য তাগিদ দেন। এতে সহকারী শিক্ষক রমজান আলী কোন শর্তে রাজি না হলে সুপার গত ডিসেম্বর ’১৪ সালের ১ মাসের বেতন ভাতা সীটে তার নাম কর্তন করে অন্যান্য শিক্ষক-কর্মচারীদের নামে বেতন ভাতার বিল তৈরি করে স্থানীয় সোনালী ব্যাংকে দাখিল করেন। ফলে ওই সহকারী শিক্ষক গত ডিসেম্বর মাসের বেতন ভাতা থেকে বঞ্চিত হন। বর্তমানে অসহায় শিক্ষক রমজান আলী বেতন ভাতা না পেয়ে তার পরিবার পরিজন নিয়ে অর্থাভাবে মানবেতর জীবন যাপন করছেন। অবশেষে শিক্ষক রমজান আলী বিষয়টি প্রতিকার চেয়ে উপজেলা নির্বাহী অফিসার বরাবর ১৮ জানুয়ারিী একটি অভিযোগ দায়ের করেন। উপজেলা নির্বাহী অফিসার হোসেন আহমেদ অভিযোগের প্রাপ্তির কথা স্বীকার করে সাংবাদিকদের বলেন, বিষয়টি উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তাকে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেয়া হয়েছে। এ ব্যাপারে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শেখ আব্দুল্লাহ আল মামুন বলেন, অভিযোগের প্রেক্ষিতে বিষয়টি দ্রুত তদন্ত করা হবে।

উল্লেখ্য, সুপার আবু বকর সিদ্দিকের বিরুদ্ধে বিভিন্ন সময় থানায় জাল ভিসার মাধ্যমে বিদেশে লোক পাঠানোর নামে ৩ লাখ ৮০ হাজার টাকা আত্মসাতের দায়ে উপজেলার দৌলতপুর গ্রামের শফিউল ইসলাম বাদী হয়ে ধামইরহাট থানায় ৪২০/৪০৬ ধারায় একটি মামলা দায়ের করেন। এছাড়াও ৪ লাখ টাকা আত্মসাতের অভিযোগে নওগাঁ সদর থানাধীন চকবাড়িয়া গ্রামের এবারত আলীর পুত্র ইসাহাক আলী নওগাঁ কোর্টে ৬৮৪ নং একটি অর্থ আত্মসাতের মামলা দায়ের করে। বর্তমানে উভয় মামলা কোর্টে বিচারাধীন রয়েছে। সুপার আবু বক্কর সিদ্দিক একটি মামলায় গত ২১ জানুয়ারি থেকে নওগাঁ জেল হাজতে থাকায় তার সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি।

(বিএম/পি/জানুয়ারি ২৬, ২০১৫)

পাঠকের মতামত:

১৮ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test