E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

নওগাঁয় চোর চক্রের নারী সদস্য আটক

২০১৫ জানুয়ারি ২৭ ১৮:৩০:০৮
নওগাঁয় চোর চক্রের নারী সদস্য আটক

নওগাঁ প্রতিনিধি : সোমবার দিবাগত রাত ৩ টার দিকে নওগাঁ-রানীনগর সড়কের কাঁঠালতলীতে (পিরোজপুর) অবস্থিত বে-সরকারি সংস্থা নওগাঁ মাল্টিপারপাস কো-অপারেটিভ সোসাইটি লিমিটেডে এ দুর্ধর্ষ চুরি হয়েছে। চোরের দল প্রাচীর টপকে ভিতরে গিয়ে ওপরে টিনের ছাউনীর টিন কেটে ঘরের ভিতর প্রবেশ করে।

সেখানে নাইটগার্ড বাবলু (৬০) কে অস্ত্রের মুখে জিম্মি করে অফিসে ঘুমিয়ে থাকা ষ্টাফ কাজেম, সাইদুর, সাইফুল ও জুয়েল রানাকে ডেকে তুলে তাদের হাত-পা বেঁধে রেখে দুইটি মোটরসাইকেল, একটি ল্যাপটপ, ১টি কম্পিউটার ও ৩২টি মোবাইল সেট চুরি করে নিয়ে যায়। এর মধ্যে ২৭ পিস মোবাইল সেট নতুন। এগুলো বিক্রির জন্য রাখা হয়েছিল। ওই রাতেই খবর পেয়ে নওগাঁ সদর মডেল থানার অফিসার ইনচার্জ জাকিরুল ইসলাম ও ওসি (তদন্ত) সমীর কুমার সূত্রধরের নেতৃত্বে পুলিশের কয়েকটি টিম চারিদিকে তল্লাশী শুরু করে।

ঘটনার ৩ ঘন্টার মাথায় সকাল ৬টার দিকে পুলিশের একটি টিম সদর উপজেলার শেষ প্রান্ত দোগাছী-মালশন গ্রাম সংলগ্ন নাটোর বাইপাস সড়কের পাশ থেকে দুটি মোটরসাইকেল এবং বগুড়ার সান্তাহার রেলওয়ে পুলিশ সান্তাহার শহরের রেলওয়ের একটি পরিত্যক্ত বাসা থেকে চুরি হওয়া বড় আকারের গ্রিলকাটার, ল্যাপটপ, ডেক্সটপ ও প্রিন্টার উদ্ধার করেছে। তবে মোবাইল ফোনগুলো উদ্ধার করতে পারেনি পুলিশ। সেই সঙ্গে শিউলী আখতার (২৩) নামে এক যুবতীকে গ্রেফতার করে।

গ্রেফতারকৃত শিউলী জানায়, তার স্বামী শফিকুল ইসলাম (৩২) ভোর ৪টার দিকে কিছু চোরাই মাল নিয়ে যাওয়ার জন্য তাকে সান্তাহার ষ্টেশন এলাকায় যেতে বললে সে মালশনের ভাড়া বাসা থেকে একটি বাইসাইকেলে রওনা দেয়। পথিমধ্যে পুলিশ তাকে আটক করে। সে পুলিশকে আরো জানায়, তার স্বামী শফিকুল আন্তঃজেলা মোটরসাইকেল চুরি সিন্ডিকেটের গডফাদার। তার বাড়ি নওগাঁর সাপাহার উপজেলার কলমুডাঙ্গা গ্রামে। সাপাহারে একটি মোটরসাইকেল চুরি মামলায় জামিনে বেরিয়ে এসে চলতি মাসের ১৪ তারিখে তারা স্বামী-স্ত্রী সান্তাহার সংলগ্ন মালশন গ্রামে ভাড়া বাসায় উঠেছে। তার স্বামী শফিকুলের আগের পক্ষের স্ত্রী-সন্তান রয়েছে বলেও সে স্বীকার করে। পুলিশ ওই প্রতিষ্ঠানের নাইট গার্ড ও ৪ ষ্টাফকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়েছে। নওগাঁ সদর সার্কেলের সহকারী পুলিশ সুপার কানাই লাল সরকার ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

(বিএম/এএস/জানুয়ারি ২৭, ২০১৫)

পাঠকের মতামত:

১৮ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test